leadT1ad

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে: আইন উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২০: ২৪
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি: পিআইডি

সরকার পরিবর্তনের পরও দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর বিশ্বাস এ দুটি মৌলিক সংস্কার সুরক্ষিত ও অপরিবর্তনীয় থাকবে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মানবাধিকার দিবস-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা—যা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায় দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ—সুপ্রিম কোর্ট নিজেই এখন এ আইনের রক্ষক। এ দু’টি বিষয় কখনোই হারিয়ে যাবে না।

তিনি বলেন, মানবাধিকার অগ্রগতির জন্য এ দু’টি বিষয় মৌলিক গ্যারান্টি। আমাদের অন্য সংস্কারগুলো, যেমন-জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও গুম প্রতিরোধ অধ্যাদেশ শক্তিশালী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। সরকার থেকে বিদায় নেওয়ার পর তিনি এসব আইন রক্ষায় নাগরিক সমাজের পাশে থাকবেন বলেও জানান।

ড. নজরুল পুলিশ কমিশন অধ্যাদেশের উদাহরণ টেনে বলেন, যদিও একটি শতভাগ শক্তিশালী কমিশন গঠন সম্ভব হয়নি, তবুও এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সরকারের ওপর ইতিবাচক চাপ তৈরি করবে। তিনি দ্রুত বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ের সেবা সংস্কারের মতো অর্জনগুলোরও উল্লেখ করেন।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তে এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি স্টিফান লিলার, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি আলবার্টো গিয়োভানেট্টিসহ অন্যরা বক্তব্য রাখেন।

Ad 300x250

সম্পর্কিত