leadT1ad

বিএনপি সরকারে গেলে প্রথম ১৮ মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে: আমীর খসরু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২০: ০৪
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপি সরকারে গেলে প্রথম ১৮ মাসে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ (শনিবার) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘সরকারে গেলে প্রথম ১৮ মাসে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে। কোন সেক্টরে কত লোক চাকরি পাবে বিস্তারিত তথ্য জনগণের কাছে তুলে ধরা হবে। রাজধানীকেন্দ্রিক উন্নয়ন থেকে বেরিয়ে সব অঞ্চলে ক্ষমতায়ন করতে হবে। আমরা মেগা প্রজেক্ট করে অর্থ নষ্ট করব না। দেশের সকল নাগরিক অর্থনীতির সঙ্গে যুক্ত থাকবেন।‘

আমীর খসরু আরও জানান, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তাঁর দল। এছাড়াও সব জেলায় দক্ষতা বাড়ানোর সুযোগ সৃষ্টি, চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পুরোনো ধাঁচ থেকে বেরিয়ে অর্থনীতিতে গণতন্ত্রায়ন করবে বিএনপি। যাতে প্রত্যেক নাগরিক সমান সুযোগ পায়।

অনুষ্ঠানে আমীর খসরু ঐক্যমত্য কমিশনের সদস্যদের উদ্দেশে করে বলেন, ‘আপনারা সেখানে স্ব স্ব কাজে ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাঁদের সিদ্ধান্ত নিতে দিন।‘

ঐকমত্য কমিশন তাদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘একটি মহল নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে। এটি নিয়ে আওয়াজ তোলা সবার দায়িত্ব। ব্যবসায়ীদেরও এ ব্যাপারে সোচ্চার হতে হবে। জোর করে মতামত বা দাবি জনগণের ওপর চাপাতে চাচ্ছে একটি মহল। ঐকমত্য কমিশনের সই হয়েছে, তার বাইরে গিয়ে নতুন দাবি আনা হচ্ছে।’

এফবিসিসিআইর সাবেক পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ ব্যবসায়ী নেতারা।

সম্মেলনে রাজশাহী বিভাগের ৮টি জেলার ব্যবসায়ী নেতারা অংশ নেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের পাশপাশি রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করারও দাবি জানান তাঁরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত