leadT1ad

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি গণসংহতি আন্দোলনের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের দলীয় মনোগ্রাম

ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনী প্রচারণা চালানোর সময় হাদির ওপর গুলি চালানোর ঘটনাটি অত্যন্ত আতঙ্কজনক। তফসিল ঘোষণার পর যখন নিরাপত্তা জোরদার করার কথা, তখন এমন ঘটনায় সরকার ও পুলিশ প্রশাসনকে এর জবাব দিতে হবে।

বিবৃতিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এ সময় তাঁরা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন।

Ad 300x250

সম্পর্কিত