leadT1ad

ইসলামাবাদে নিজস্ব ভবনে বাংলাদেশ হাইকমিশন

পাকিস্তানের ইসলামাবাদে নিজস্ব ভবনে স্থানান্তরিত হলো বাংলাদেশ হাইকমিশন। রাজধানীর ডিপ্লোম্যাটিক এনক্লেভে নতুন চ্যান্সারি ভবন নির্মাণের পর আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে হাইকমিশনের কার্যক্রম শুরু হয়েছে।

স্ট্রিম ডেস্ক
ঢাকা
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ২২: ৫৮
ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নতুন চ্যান্সারি ভবন নির্মাণ করা হয়েছে। ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে নিজস্ব ভবনে স্থানান্তরিত হলো বাংলাদেশ হাইকমিশন। রাজধানীর ডিপ্লোম্যাটিক এনক্লেভে নতুন চ্যান্সারি ভবন নির্মাণের পর আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে হাইকমিশনের কার্যক্রম শুরু হয়েছে।

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব খাদীজা আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশনের নতুন ঠিকানা হলো— বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, ব্লক–১৫, রোড নং–৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ–৪৪০০০। ফোন: ০৫১–২২৭৯২৬৭, ফ্যাক্স: ০৫১–২২৭৯২৬৬ এবং ই–মেইল: [email protected]

এর আগে, হাইকমিশনের চ্যান্সারি ভবন ছিল ইসলামাবাদের এফ ব্লকে। এখন থেকে কনস্যুলারসহ সব ধরনের সেবা নতুন ভবন থেকেই দেওয়া হবে।

Ad 300x250

সম্পর্কিত