leadT1ad

সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখী লেনে যানজট, ফাঁকা অন্য পাশ

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৫: ১৭
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৬: ০০
রাজধানীর বাংলামোটর মোড় থেকে তোলা। স্ট্রিম ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে। পাশাপাশি মেট্রোরেলেও অতিরিক্ত ভিড় রয়েছে।

আজ শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই সড়কে গাড়ি ছিল কম। জামায়াতের নেতা-কর্মীদের অনেকেই হেঁটে সমাবেশস্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন।

রাজধানীর বিভিন্ন এলাকার সড়কগুলোর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখী লেনে যানজটের খবর পাওয়া গেছে। তবে অন্য পাশটি অনেকটাই ফাঁকা।

সরেজমিনে দেখা গেছে, জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক ও কারওয়ানবাজার থেকে শাহবাগ মোড় পর্যন্ত যানজট রয়েছে।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, শনিবার সকাল থেকেই সমাবেশস্থলগামী মিছিলের কারণে সড়কের বিভিন্নস্থানে যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। আবার সড়কে গণপরিবহনও আছে কম।

ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা জামায়াতের নেতা-কর্মীদের বহনকারী বাসগুলো সমাবেশস্থল থেকে দূরে রাখা হচ্ছে। সেখান থেকেই তারা মিছিল নিয়ে যাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে।

রাজধানীর বাংলামোটর মোড় থেকে তোলা। স্ট্রিম ছবি
রাজধানীর বাংলামোটর মোড় থেকে তোলা। স্ট্রিম ছবি

আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম পর্বের সমাবেশ শুরু হয়। সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন সাইফুল্লাহ মনসুর। দুপুর ২টায় মূল পর্বের সমাবেশ শুরু হয়। দলের আমির শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করছেন।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত।

জামায়াত জানিয়েছে, আজকের সমাবেশ থেকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করাসহ সাত দফা দাবি তুলে ধরা হবে।

Ad 300x250

সম্পর্কিত