স্ট্রিম প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে তিনি আর জনপ্রতিনিধি বা সরকারি কোনো পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে অভিযুক্তদের জন্য সংসদ সদস্য, স্থানীয় সরকার বা সরকারি পদে থাকা ও নিয়োগ পাওয়ার সমস্ত সুযোগ বন্ধ করা হয়েছে।
ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে শফিকুল আলম জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এ সেকশন ২৩ যুক্ত করা হয়েছে।
প্রেস সচিব আরও জানান, নতুন ধারা অনুযায়ী কারও বিরুদ্ধে আইনের সেকশন ৯(১) অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা দায়িত্ব পালন করতে পারবেন না।
শফিকুল আলম বলেন, ‘এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবেও নির্বাচিত হওয়া বা দায়িত্ব পালন করতে পারবেন না। এমনকি প্রজাতন্ত্রের সরকারি চাকরি বা অন্য কোনো পাবলিক অফিসে নিয়োগ পাওয়ারও অধিকার থাকছে না।’
এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ নীতি অনুমোদন করা হয়েছে। এক হলো ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫’। অন্যটি হলো ‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি ২০২৫’।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের জানান, নতুন টেলিকম নীতিমালার মাধ্যমে বিদ্যমান লাইসেন্সিং ব্যবস্থায় থাকা মধ্যস্বত্বভোগীদের প্রভাব সীমিত করা হবে। এর ফলে দেশের টেলিযোগাযোগ খাতে মানসম্মত সেবা নিশ্চিত হবে, প্রতিযোগিতামূলক ব্যবসা সম্প্রসারিত হবে এবং ভয়েস কল ও ডেটা, অর্থাৎ ইন্টারনেট সেবা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পৌঁছানোর একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা শুরু হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে তিনি আর জনপ্রতিনিধি বা সরকারি কোনো পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে অভিযুক্তদের জন্য সংসদ সদস্য, স্থানীয় সরকার বা সরকারি পদে থাকা ও নিয়োগ পাওয়ার সমস্ত সুযোগ বন্ধ করা হয়েছে।
ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে শফিকুল আলম জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এ সেকশন ২৩ যুক্ত করা হয়েছে।
প্রেস সচিব আরও জানান, নতুন ধারা অনুযায়ী কারও বিরুদ্ধে আইনের সেকশন ৯(১) অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা দায়িত্ব পালন করতে পারবেন না।
শফিকুল আলম বলেন, ‘এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবেও নির্বাচিত হওয়া বা দায়িত্ব পালন করতে পারবেন না। এমনকি প্রজাতন্ত্রের সরকারি চাকরি বা অন্য কোনো পাবলিক অফিসে নিয়োগ পাওয়ারও অধিকার থাকছে না।’
এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ নীতি অনুমোদন করা হয়েছে। এক হলো ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫’। অন্যটি হলো ‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি ২০২৫’।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের জানান, নতুন টেলিকম নীতিমালার মাধ্যমে বিদ্যমান লাইসেন্সিং ব্যবস্থায় থাকা মধ্যস্বত্বভোগীদের প্রভাব সীমিত করা হবে। এর ফলে দেশের টেলিযোগাযোগ খাতে মানসম্মত সেবা নিশ্চিত হবে, প্রতিযোগিতামূলক ব্যবসা সম্প্রসারিত হবে এবং ভয়েস কল ও ডেটা, অর্থাৎ ইন্টারনেট সেবা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পৌঁছানোর একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা শুরু হয়েছে।
রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠার পর ২০১৯ সালের ১৯ মে গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পৃথক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি প্রমাণ হয়।
১ ঘণ্টা আগেআসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামক একটি ফেসবুক গ্রুপের এডমিনকে তলব করেছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেসম্প্রতি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের এক বক্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা এবং তাঁর ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আলোচনা তৈরি করেছে। ট্রাভেল ডকুমেন্ট হলো এমন একটি সরকারি নথি, যা কোনো ব্যক্তির পরিচয় নিশ্চিত করে এবং তাঁকে আন্তর্জাতিকভাবে ভ্রমণ বা অ
২ ঘণ্টা আগেগত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন পাভেল।
৩ ঘণ্টা আগে