leadT1ad

সংস্কারে নিরুৎসাহী উপদেষ্টা ও আমলারা: দেবপ্রিয় ভট্টাচার্য

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৮: ২২
বরিশালে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক্‌-নির্বাচনী পরামর্শ সভায় বক্তব্য দেন দেবপ্রিয় ভট্টাচার্য। স্ট্রিম ছবি

সংস্কারের মাধ্যমে বিদ্যমান লুটপাটতন্ত্র ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উৎসাহী ছিলেন। কিন্তু তার উপদেষ্টা পরিষদের সদস্য ও আমলাদের মধ্যে নিরুৎসাহ দেখা গেছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) বরিশালের একটি মিলনায়তনে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক্‌-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। সাত বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ জেলা সদরে একই ধরনের পরামর্শ সভা করছে প্ল্যাটফর্মটি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এখন বাকি সংস্কার সম্পন্ন করতে হলে নাগরিক সমাজকেই চাপ প্রয়োগ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে সংস্কার অন্তর্ভুক্ত করতে বাধ্য করতে হবে।’

তিনি বলেন, ‘দেশ এখন একটি ক্রান্তিকাল পার করছে। দেশবাসী অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও মর্যাদাপূর্ণ নির্বাচন চায়। তবে নির্বাচন নিয়ে জনগণের মাঝে শঙ্কা আছে। সেই শঙ্কা দূর করতে সরকার ও নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।’

তিনি বলেন, ‘ইদানিং একাত্তর ও চব্বিশের আন্দোলনকে মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টা দেখা যাচ্ছে। আমি বলতে চাই, যারা এ অপচেষ্টা করছেন, আমরা তাদের সঙ্গে নেই। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থান পরস্পরের পরিপূরক।’

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতা, নানা শ্রেণি-পেশার বিশিষ্টজন অংশ নেন। তারা নানা অভিযোগ তুলে ধরেন। নাগরিক সমাজের প্রতিনিধিরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মৌলিক সংস্কার, সুশাসন নিশ্চিতে সরকারকে কার্যকর ভূমিকার রাখার তাগিদ দেন।

Ad 300x250

সম্পর্কিত