.png)

স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিলের আদেশ প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। অমর্ত্য রায়ের প্রার্থিতা ফেরত না দেওয়া হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করার কথাও নোটিশে বলা হয়েছে।
আজ রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো নোটিশে বলা হয়, অমর্ত্য রায় অতীতে ক্যাম্পাসে ধর্ষণবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় তাকে হয়রানির শিকার হতে হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাকে এক বছরের জন্য সাময়িক বরখাস্ত করেছিল। পরে হাইকোর্টের নির্দেশে তিনি চূড়ান্ত পরীক্ষায় অংশ নিলেও ক্লাস, ল্যাবরেটরি ও আবাসিক হলসহ মৌলিক সুযোগ থেকে বঞ্চিত হন। এমনকি তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের হয়, যা পরে গণমাধ্যমে সমালোচনার পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করা হয়। ২০২৪ সালের ডিসেম্বরে সিন্ডিকেট তার বরখাস্তাদেশ প্রত্যাহার করে এবং চলতি বছরের সেপ্টেম্বরে একাডেমিক কাউন্সিল তাকে স্নাতকোত্তর কোর্সে ভর্তির অনুমতি দেয়।
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং যাচাই-বাছাই শেষে তিনি চূড়ান্ত প্রার্থী তালিকায় মনোনীত হন। কিন্তু ৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন জাকসু সংবিধানের ৪ ও ৮ ধারা উল্লেখ করে তার প্রার্থিতা বাতিল করে। নোটিশে এ সিদ্ধান্তকে ‘অবৈধ, স্বেচ্ছাচারী এবং সংবিধানের অনুচ্ছেদ ২৭, ৩১, ৩৮ ও ৩৯-এর লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অমর্ত্য রায়ের পক্ষে আইনজীবী সারা হোসেন নোটিশে বলেছেন, ১১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে এবং ১২ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। অন্যথায় সংবিধানের অনুচ্ছেদ ১০২ অনুযায়ী হাইকোর্ট বিভাগে রিট আবেদন দায়ের করা হবে।’
উল্লেখ্য, গত ২৯ আগস্ট জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। গতকাল শনিবার ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন।
এতে বলা হয়, প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী অমর্ত্য রায় জনকে জাকসু গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হওয়ায় তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হলো।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিলের আদেশ প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। অমর্ত্য রায়ের প্রার্থিতা ফেরত না দেওয়া হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করার কথাও নোটিশে বলা হয়েছে।
আজ রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো নোটিশে বলা হয়, অমর্ত্য রায় অতীতে ক্যাম্পাসে ধর্ষণবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় তাকে হয়রানির শিকার হতে হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাকে এক বছরের জন্য সাময়িক বরখাস্ত করেছিল। পরে হাইকোর্টের নির্দেশে তিনি চূড়ান্ত পরীক্ষায় অংশ নিলেও ক্লাস, ল্যাবরেটরি ও আবাসিক হলসহ মৌলিক সুযোগ থেকে বঞ্চিত হন। এমনকি তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের হয়, যা পরে গণমাধ্যমে সমালোচনার পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করা হয়। ২০২৪ সালের ডিসেম্বরে সিন্ডিকেট তার বরখাস্তাদেশ প্রত্যাহার করে এবং চলতি বছরের সেপ্টেম্বরে একাডেমিক কাউন্সিল তাকে স্নাতকোত্তর কোর্সে ভর্তির অনুমতি দেয়।
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং যাচাই-বাছাই শেষে তিনি চূড়ান্ত প্রার্থী তালিকায় মনোনীত হন। কিন্তু ৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন জাকসু সংবিধানের ৪ ও ৮ ধারা উল্লেখ করে তার প্রার্থিতা বাতিল করে। নোটিশে এ সিদ্ধান্তকে ‘অবৈধ, স্বেচ্ছাচারী এবং সংবিধানের অনুচ্ছেদ ২৭, ৩১, ৩৮ ও ৩৯-এর লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অমর্ত্য রায়ের পক্ষে আইনজীবী সারা হোসেন নোটিশে বলেছেন, ১১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে এবং ১২ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। অন্যথায় সংবিধানের অনুচ্ছেদ ১০২ অনুযায়ী হাইকোর্ট বিভাগে রিট আবেদন দায়ের করা হবে।’
উল্লেখ্য, গত ২৯ আগস্ট জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। গতকাল শনিবার ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন।
এতে বলা হয়, প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী অমর্ত্য রায় জনকে জাকসু গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হওয়ায় তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হলো।
.png)

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপ্রশাসন সাজাতে আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রথমে ৯ জেলায়, পরে আরেকটি প্রজ্ঞাপনে ১৪ জেলায় নতুন ডিসি পদায়ন করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ জন নিরাপত্তাকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। প্রশাসন তাদের কারণ দর্শানোর নোটিশও দিয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
১ ঘণ্টা আগে
‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের ৬৪ জেলার নাগরিক সেবা, ডিজিটাল সেন্টার ও ই-পোস্ট সেন্টারের প্রতিনিধি উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে