leadT1ad

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মানিকগঞ্জ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২৩: ৩৪
রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে ককটেল বিস্ফোরণ ঘটে। সংগৃহীত ছবি

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে পিকআপ ভ্যান থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে পুলিশ এলাকায় টহল বৃদ্ধি করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

জানা যায়, মানিকগঞ্জ শহরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটায়। এরপর গাড়িটি ঢাকা-আরিচা মহাসড়ক ধরে আরিচার দিকে চলে যায়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও গোয়েন্দা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আমরা ককটেল বিস্ফোরণের খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এদিকে নিরাপত্তা জোরদারসহ ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত