leadT1ad

পরিবেশ রক্ষায় ১০০ কিলোমিটার দৌড়ালেন জাহিদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৮: ২৩
নিলাদ্রি লেকে দৌড়াচ্ছেন জাহিদ। ছবি: লেখকের সৌজন্যে

পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে ১০০ কিলোমিটার দৌড় সম্পন্ন করেছেন বগুড়ার তরুণ জাহিদুল ইসলাম। গত ১৪ ও ১৫ নভেম্বর সুনামগঞ্জের নিলাদ্রি লেকে তিনি এই ১০০ কিলোমিটার দুরত্বের আল্ট্রা ট্রেইল রান সম্পন্ন করেন।

ট্রেইলের আয়োজক ছিল দ্য অ্যাথলেটেক্স। আয়োজক প্রতিষ্ঠান জানায়, গত ১৪ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে দৌড় শুরু হয়ে ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে শেষ হয়।

রানার জাহিদ জানান, ১০০ কিলোমিটার ট্রেইল সম্পন্ন করতে তাঁর জন্য নির্ধারিত ছিল ২০ ঘণ্টা। তিনি ১৮ ঘণ্টার মধ্যেই ট্রেইল সম্পন্ন করে ফেলেন।

জাহিদ বলেন, এই আল্ট্রা ম্যারাথনে অংশ নেওয়ার আগে তিনি চারটি ফুল ম্যারাথন (৪২ দশমিক ২ কিলোমিটার) এবং ৩০টিরও বেশি হাফ ম্যারাথন (২১ দশমিক ১ কলোমিটার) সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন দূরত্বের মোট ৩৫টিরও বেশি দৌড় প্রতিযোগিতা শেষ করেছেন।

অভিজ্ঞতা জানতে চাইলে জাহিদ বলেন, ‘ট্রেইল সাধারণত অফ রুটে হয়। সাধারণত মানুষ যেসব রুটে চলাচল করে, সেখানে ট্রেইল হয় না। এই ট্রেইল রান নদী-নালার পাশ দিয়ে, টিলা, ঝিরিপথ, ধানক্ষেতের পাশ দিয়ে হয়। এসময় রানাররা প্রকৃতিকে নিবিড়ভাবে উপলব্ধি করতে পারেন। দীর্ঘ সময় ধরে দৌড়ানো, সারারাত অন্ধকারে ট্রেইলে এগিয়ে যাওয়া—এসবের মধ্যেই আল্ট্রা রানাররা এক ভিন্ন রকম আনন্দ খুঁজে পান।’

জাহিদ আরও বলেন, এটি শুধু নিছক দৌড় নয়, এর মাধ্যমে তিনি তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে চান।

ইভেন্টটিতে দেশ-বিদেশের বহু রানার অংশ নিলেও জাহিদের এই অর্জন তাকে বিশেষভাবে আলোচনায় এনেছে। স্থানীয় ক্রীড়ামহল এবং সমর্থকরা তার এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত