leadT1ad

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে ছাত্রদল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২: ৫৯
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে ছাত্রদল। স্ট্রিম ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাৎক্ষণিক মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা। বিক্ষোভে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার টিএসসিতে এসে শেষ হয়। এ সময় মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা নানা স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘জুলাইয়ের রক্ত, পরাজয় মানে না’, ‘দিল্লির দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

সমাবেশে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘৫ আগস্ট–পরবর্তী সময়ে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলসহ এ দেশের ছাত্রসমাজ যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন আজ লুণ্ঠিত হওয়ার পথে। দীর্ঘদিন পর মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর হাদি যখন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন এবং শুক্রবার নামাজ পড়ে স্রষ্টার কাছে হাত তুলে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে মাঠপর্যায়ে ভোট চাইতে নেমেছিলেন, তখনই আততায়ীদের গুলিতে তিনি নিহত হন।’

তিনি আরও বলেন, ‘আমরা শহীদ হাদি ভাইকে কখনো ভুলব না। হাদি ভাই আমাদের গণতান্ত্রিক অধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে স্বপ্ন দেখিয়ে গেছেন, আমরা তাঁর সহযোদ্ধারা সেই স্বপ্ন বাস্তবায়ন করব।’

এর আগে হাদির মৃত্যুর সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির সংবাদমাধ্যমকে বলেন, পুলিশের পক্ষ থেকে আসলে হামলাকারীরা দেশে আছে, নাকি বিদেশে আছে—সে রকম কোনো তথ্য জানা যাচ্ছে না। বরং বিদেশে অবস্থানকারী বিভিন্ন সাংবাদিকের বরাত দিয়ে তা জানতে হচ্ছে। এটি আশঙ্কার কারণ।

নাসির উদ্দীন আরও বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখতে চাই। সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। দেশ একটি গণতান্ত্রিক যাত্রায় যাচ্ছে। সে যাত্রাকে ব্যাহত করার জন্য এ রকম হামলা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি।’

Ad 300x250

সম্পর্কিত