leadT1ad

বিকৃত ন্যারেটিভের সঙ্গে বাকস্বাধীনতাকে মেলানোর সুযোগ নেই: রিজওয়ানা হাসান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ২৩: ০১
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্ট্রিম ছবি

বাকস্বাধীনতার নামে যা খুশি বলার অধিকার থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন সদ্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘মানুষের সত্য ও বস্তুনিষ্ঠ কথা বলার অধিকার আছে। বিকৃত ন্যারেটিভ তৈরির সঙ্গে বাকস্বাধীনতাকে মিলিয়ে ফেলার কোনো সুযোগ নেই।’

আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর পান্থপথে ঢাকা স্ট্রিমের কার্যালয়ে ‘জলবায়ু সহনশীল ওয়াশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘মানুষের সত্য কথা বলার অধিকার আছে, বস্তুনিষ্ঠ কথা বলার অধিকার আছে। বিকৃত ন্যারেটিভ তৈরি করার সাথে বাক-স্বাধীনতা মিলিয়ে ফেলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।’ তিনি আরও বলেন, ‘বাক স্বাধীনতার ক্ষেত্রে যেকোনো বিষয়ের প্রেক্ষিত প্রকাশ করার সুযোগ অবশ্যই আছে। কিন্তু বিকৃত তথ্য দিয়ে ন্যারেটিভ তৈরির সুযোগ নেই।’

উন্নয়ন দর্শন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, ‘উপকূলীয় অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম ও বরেন্দ্র অঞ্চলের মানুষের কাছে যখন খাবার পানি পৌঁছায় না, তখন হাজার কোটি টাকার ব্রিজ বা রাস্তা নির্মাণ নৈতিকতার প্রশ্নে টেকে না।’ এজন্য তিনি জাতীয় বাজেটে মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়ে সেই অর্থ নদীভাঙন রোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ পানি সরবরাহের মতো জনগুরুত্বপূর্ণ খাতে ব্যয়ের আহ্বান জানান।

সেবা খাতের টেকসই উন্নয়নে জোর দিয়ে উপদেষ্টা বলেন, ‘সার্ভিস সিস্টেম বা সেবা খাতের উন্নয়নের একমাত্র পথ হলো স্থানীয় সরকারকে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও ক্ষমতা দেওয়া।’ তিনি খুলনায় ডিপ টিউবওয়েলের পরিবর্তে বৃষ্টির পানি সংরক্ষণ এবং বরেন্দ্র অঞ্চলে পানি সংকট মোকাবিলায় ফসলের ধরন পরিবর্তনের মতো টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর সৈয়দা রিজওয়ানা হাসানকে এই মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত