leadT1ad

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

তিন দফা দাবিতে শাহবাগ অভিমুখে পদযাত্রা করতে গেলে প্রাথমিকের শিক্ষকদের ওপর পুলিশ বাধা দেয়। স্ট্রিম ছবি

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে শাহবাগ অভিমুখে পদযাত্রা করতে গেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশ বাধা দেয়। এসময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। আহত হয়েছেন কয়েকজন শিক্ষক।

শনিবার (৮ নভেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। বিকেল সাড়ে তিনটার দিকে তাঁরা শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। তাঁদের কর্মসূচির নাম ছিল ‘পেন ড্রপ’।

শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে শিক্ষকরা সামনে এগোতে চাইলে সংঘর্ষ হয়। পুলিশ তখন সাউন্ড গ্রেনেড ও জলকামান ছোড়ে। আহত শিক্ষকদের নাম-পরিচয় জানা যায়নি। বর্তমানে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান করছেন। পুলিশ অবস্থান নিয়েছে জাতীয় জাদুঘরের ফটকের কাছে।

ঘটনাস্থলে উপস্থিত রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, ‘একদল শিক্ষক আমাদের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। আমরা তখন তাদের ছত্রভঙ্গ করে দিই।’ তিনি দাবি করেন, পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছেন।

পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেড ও জলকামানে একজন আহত শিক্ষক। স্ট্রিম ছবি
পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেড ও জলকামানে একজন আহত শিক্ষক। স্ট্রিম ছবি

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, কর্মসূচিটি ছিল পূর্বঘোষিত। শিক্ষকেরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে যাচ্ছিল। শাহবাগ মোড়ে যাওয়ার আগেই পুলিশ ব্যারিকেড দেয় এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শিক্ষিকাসহ অনেকে আহত হন।

প্রাথমিকের চারটি শিক্ষক সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে এই কর্মসূচি পালন করছে। দশম গ্রেডে বেতন ছাড়াও তাঁদের দাবি— চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

এই আন্দোলনে অংশ নিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত