leadT1ad

পশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার নিন্দা বাংলাদেশের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে অধিকৃত অঞ্চলের ওপর তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের লক্ষ্যে ইসরায়েলি মন্ত্রিসভায় খসড়া বিল অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবনা, বিশেষ করে রেজ্যুলেশন ২৩৩৪-এর স্পষ্ট লঙ্ঘন করে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েল তার অবৈধ দখলদারিত্ব অব্যাহত রেখেছে।

বিজ্ঞপ্তিতে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই বলে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা চলতি বছরের ২২ অক্টোবর জারি করা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) উপদেষ্টা মতামতকেও স্বাগত জানায়। যেটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতাকে স্পষ্ট করেছে—বিশেষ করে যুদ্ধের অস্ত্র হিসেবে সাধারণ মানুষের অনাহারকে ব্যবহার নিষিদ্ধের বিষয়ে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারের প্রতি বাংলাদেশ অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে—এই অধিকারের মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

উল্লেখ্য, গত মঙ্গলবার ইসরায়েলি আইনপ্রণেতারা অধিকৃত পশ্চিম তীরকে (ইসরায়েলের সঙ্গে) সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণসংক্রান্ত দুটি বিল সামনে এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দেন।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা নিয়ে বিলটি ২৫-২৪ ভোটে পাস হয়। বিলটি আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট চার ধাপের ভোটাভুটির প্রথম ধাপ এটি।

Ad 300x250

সম্পর্কিত