leadT1ad

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন: প্রেস সচিব

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২০: ০৮
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: পিআইডি

একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আজকের বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু আজ থেকে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গতকাল নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক পত্র দেওয়ার মাধ্যমে নির্বাচনের কার্যক্রম শুরু হল। এখন নির্বাচন কমিশন দিনক্ষণ ঠিক করবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তারা তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করবে।

প্রেস সচিব আরও বলেন, আসন্ন নির্বাচনে পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি ও আর্মিকে কীভাবে আরও বেশি করে সংযুক্ত করা যায় সেটা সরকার বিবেচনা করছে। আগের জাতীয় নির্বাচনগুলোতে ৮ লাখের মতো ফোর্স মোতায়েন ছিল। এবার জাতীয় নির্বাচনে আরও ৪০ থেকে ৫০ হাজার বেশি ফোর্স মোতায়েন করা যায় কি না ও আর্মি আরও ৬০ হাজার মোতায়েন করা যায় কি না তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচন ঘনিয়ে আসলে কারো কোনো অভিযোগ থাকবে না।

প্রেস সচিব জানান, নির্বাচনের পাশাপাশি সংস্কার এবং বিচারও সরকারের অগ্রাধিকার কাজের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সাতটি সংস্কার কমিশন গঠন করেছে। সেই কমিশনের প্রস্তাব মতে ১২১টি প্রস্তাবের মধ্যে ১৬টি ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। ৮৫টি বাস্তবায়নের প্রক্রিয়ায় আছে। বাকি ১০টি আদৌ বাস্তবায়নযোগ্য কি না সেটা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

প্রেস সচিব আরও জানান, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার ৩১৫টি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২৪৭টির বাস্তবায়ন হয়েছে। যা শতকরা প্রায় ৭৮ দশমিক ৪১ শতাংশ। যা গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ।

বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো উল্লেখ করে প্রেস সচিব বলেন, পুলিশ আগের চেয়ে বেশি সক্রিয় আছে। যেহেতু দেশে একটি অন্তর্বর্তী সরকার চলছে, সে জন্য আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। চার বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে, ফরেন রিজার্ভ বেড়েছে।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আমরা চাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতেই তার বিচার কাজ সম্পন্ন হোক। আমাদের বৈদেশিক উপদেষ্টাও বলেছেন, তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে চেষ্টা অব্যাহত থাকবে।

বিবিসি ও আল-জাজিরার অনুসন্ধানী রিপোর্টের কথা উল্লেখ করে প্রেস সচিব বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের গুলি করে মারার বিষয়ে কীভাবে নির্দেশ দিয়েছেন আপনারা সেই রিপোর্টগুলোতে দেখেছেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই শেখ হাসিনার বিচার করা হবে।

প্রেস সচিব জানান, দীর্ঘদিনের দাবির ভিত্তিতে আজকের উপদেষ্টা পরিষদের সভায় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ফ্রন্টিয়ার টেকনোলজি ইউনিভার্সিটি নামকরণের সিদ্ধান্ত হয়েছে।

প্রেস সচিব বলেন, সভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ট্যারিফ কমানোর জন্য বাণিজ্য উপদেষ্টা ও গত এক মাসে জুলাই অভ্যুত্থানের ওপর বিভিন্ন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের জন্য সংস্কৃতিবিষয়ক উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়েছে।

Ad 300x250

‘এই বছরেই তারেক রহমান দেশে আসবেন’

জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধে বিরোধিতার দায় স্বীকারের আহ্বান ৩২ বিশিষ্ট নাগরিকের

‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ঘোষণাপত্রে প্রতিফলিত হয়নি’, সংশোধন চায় জামায়াত

হাজতে শিশু কোলে ছাত্রলীগ নেতা, দুই পুলিশ সদস্য ক্লোজড

জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ, কক্সবাজার ভ্রমণ ‘নীরব প্রতিবাদ’: হাসনাত

সম্পর্কিত