leadT1ad

মানুষের জানমালের নিরাপত্তা না দিয়ে ভাঙা বাড়ি রক্ষা করছে আইনশৃঙ্খলা বাহিনী: ডাকসু সদস্য রাফিয়া

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৪: ২৬
৩২ নম্বরে উম্মা উসওয়াতুন রাফিয়া। স্ট্রিম ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে জড়ো হয়েছে উৎসুক জনতা। এসময় পুলিশের সঙ্গে উপস্থিত ছাত্র-জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এর প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে স্বতন্ত্রভাবে কার্যকরী সদস্য নির্বাচিত উম্মা উসওয়াতুন রাফিয়া।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্র-জনতাকে সমর্থনের কথা জানান তিনি। রাফিয়া বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কি? তারা মানুষের জানমালের নিরাপত্তা দেবে। তারা কি একটি ভাঙা বাড়ির নিরাপত্তা দেওয়ার জন্য এসেছে?’

তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ জানাই। এই বাড়িকে পূজা করার জন্য রেখে দেওয়ার কোনো মানে নেই।’

উদ্ভুত পরিস্থিতির কথা শুনে ঘটনাস্থলে এসেছেন বলে জানান তিনি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত