.png)

স্ট্রিম প্রতিবেদক

আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষকের আড়ালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের দুর্নাম করতে কেউ আসুক—এটা চান না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘পর্যবেক্ষকের আড়ালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নাম করার জন্য কেউ আসুক, সেটা আমরা চাইব না।’
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় নির্বাচন সামনে রেখে কোন কোন দেশ পর্যবেক্ষক পাঠাতে আবেদন করেছে—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘যেসব দেশ পর্যবেক্ষক পাঠাবে বলে মনে করে, তারা প্রথমে একটি প্রাথমিক ভিজিট করে। এমন কিছু প্রাথমিক ভিজিট হয়েও গেছে। সর্বশেষ এসেছিল ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। তাদের প্রতিনিধি দলের প্রধান বলে গেছেন যে তারা আবার আসবেন।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চান, তাদের অবশ্যই উৎসাহ দেব। তবে পর্যবেক্ষকের আড়ালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নাম করার জন্য কেউ আসুক, সেটা আমরা চাইব না। এ পর্যন্ত যারা আগ্রহ প্রকাশ করেছে—ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র—আমরা তো মনে করি এটা একটা ভালো লক্ষণ। নির্বাচন কাছাকাছি এলে হয়তো আরও প্রতিনিধিরা আসবেন।’
নির্বাচনের সময়সীমা নিয়ে দেশে একটি শঙ্কা আছে—উন্নয়ন অংশীদারদের মধ্যে এমন কোনো শঙ্কা দেখা গেছে কি না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘এটা এখন পর্যন্ত আমাদের কাছে কেউ তোলেননি। কারণ আমরা বলেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সবাই সেভাবেই দেখছেন এটিকে। আর যতক্ষণ পর্যন্ত ঘটনা শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশ হতে থাকবে। সেটির খুব বেশি গুরুত্ব আছে বলে আমি মনে করি না।’
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্যক্তির সিনেট শুনানিতে দেওয়া বক্তব্য—যেখানে তিনি বলেছেন, চীনের সঙ্গে সংযোগ বাড়ানোয় বাংলাদেশের ঝুঁকি আছে—এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘সব দেশের সঙ্গে সম্পর্কে আমরা এক ধরনের ভারসাম্য বজায় রেখে চলি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক আছে। চীনের সঙ্গেও গভীর সম্পর্ক আছে। আমি নিশ্চিত বাংলাদেশ যে ভারসাম্য বজায় রেখে আসছে, তা বহাল থাকবে। ভারসাম্য বজায় রেখে সব জায়গায় আমাদের উপস্থিতি আছে। নিজের আকারের তুলনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যথেষ্ট গুরুত্ব পায় বলে আমি মনে করি।’
চীনের সঙ্গে যোগাযোগ নিয়ে তৃতীয় কোনো দেশের উদ্বেগের কারণ আছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘যেহেতু আমরা ভারসাম্য বজায় রেখে চলি, সেহেতু কারও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে অনেকে—সেখানে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে কোনো চাপ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয়, সঠিক জায়গায় আপনি প্রশ্নটি করেননি। অন্তত আমার কাছে এমন কোনো তথ্য নেই।’
ইসলামিক বক্তা জাকির নায়েক নাকি রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে আমন্ত্রণ দেওয়া হয়েছে বলে আমি জানি না। এমন কিছু শুনিনি। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।’

আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষকের আড়ালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের দুর্নাম করতে কেউ আসুক—এটা চান না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘পর্যবেক্ষকের আড়ালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নাম করার জন্য কেউ আসুক, সেটা আমরা চাইব না।’
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় নির্বাচন সামনে রেখে কোন কোন দেশ পর্যবেক্ষক পাঠাতে আবেদন করেছে—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘যেসব দেশ পর্যবেক্ষক পাঠাবে বলে মনে করে, তারা প্রথমে একটি প্রাথমিক ভিজিট করে। এমন কিছু প্রাথমিক ভিজিট হয়েও গেছে। সর্বশেষ এসেছিল ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। তাদের প্রতিনিধি দলের প্রধান বলে গেছেন যে তারা আবার আসবেন।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চান, তাদের অবশ্যই উৎসাহ দেব। তবে পর্যবেক্ষকের আড়ালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নাম করার জন্য কেউ আসুক, সেটা আমরা চাইব না। এ পর্যন্ত যারা আগ্রহ প্রকাশ করেছে—ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র—আমরা তো মনে করি এটা একটা ভালো লক্ষণ। নির্বাচন কাছাকাছি এলে হয়তো আরও প্রতিনিধিরা আসবেন।’
নির্বাচনের সময়সীমা নিয়ে দেশে একটি শঙ্কা আছে—উন্নয়ন অংশীদারদের মধ্যে এমন কোনো শঙ্কা দেখা গেছে কি না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘এটা এখন পর্যন্ত আমাদের কাছে কেউ তোলেননি। কারণ আমরা বলেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সবাই সেভাবেই দেখছেন এটিকে। আর যতক্ষণ পর্যন্ত ঘটনা শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশ হতে থাকবে। সেটির খুব বেশি গুরুত্ব আছে বলে আমি মনে করি না।’
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্যক্তির সিনেট শুনানিতে দেওয়া বক্তব্য—যেখানে তিনি বলেছেন, চীনের সঙ্গে সংযোগ বাড়ানোয় বাংলাদেশের ঝুঁকি আছে—এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘সব দেশের সঙ্গে সম্পর্কে আমরা এক ধরনের ভারসাম্য বজায় রেখে চলি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক আছে। চীনের সঙ্গেও গভীর সম্পর্ক আছে। আমি নিশ্চিত বাংলাদেশ যে ভারসাম্য বজায় রেখে আসছে, তা বহাল থাকবে। ভারসাম্য বজায় রেখে সব জায়গায় আমাদের উপস্থিতি আছে। নিজের আকারের তুলনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যথেষ্ট গুরুত্ব পায় বলে আমি মনে করি।’
চীনের সঙ্গে যোগাযোগ নিয়ে তৃতীয় কোনো দেশের উদ্বেগের কারণ আছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘যেহেতু আমরা ভারসাম্য বজায় রেখে চলি, সেহেতু কারও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে অনেকে—সেখানে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে কোনো চাপ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয়, সঠিক জায়গায় আপনি প্রশ্নটি করেননি। অন্তত আমার কাছে এমন কোনো তথ্য নেই।’
ইসলামিক বক্তা জাকির নায়েক নাকি রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে আমন্ত্রণ দেওয়া হয়েছে বলে আমি জানি না। এমন কিছু শুনিনি। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।’
.png)

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় হিসেবে সরকারকে তিনটি ভাগে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন।
১৩ মিনিট আগে
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা রয়েছে বলে দাবি করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, অস্পষ্টতার কারণে এই আদেশ আগামীর রাজনীতিকে কঠিন করে তুলতে পারে।
২৮ মিনিট আগে
সাভারে সিটি ইউনিভার্সিটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া তদন্ত কমিটিও করা হবে। অপর দিকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক জবানবন্দী নেওয়ার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জা
২ ঘণ্টা আগে
খসড়া আইন অনুযায়ী, বাংলাদেশ ডাকের অধীনে একটি ‘নিয়ন্ত্রণ উইং’ প্রতিষ্ঠা করা হবে। এই উইং বাণিজ্যিক ডাক ও কুরিয়ার অপারেটরদের লাইসেন্স দেবে এবং তাদের কার্যক্রম তদারকি করবে। লাইসেন্স ছাড়া ব্যবসা করলে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে