leadT1ad

সাভারে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

মামলা করবে সিটি ইউনিভার্সিটি, শিক্ষার্থীদের জিম্মি করে জবানবন্দী নেওয়ার অভিযোগ ড্যাফোডিলের

সাভারে সিটি ইউনিভার্সিটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া তদন্ত কমিটিও করা হবে। অপর দিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক জবানবন্দী নেওয়ার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার, ঢাকা

সিটি ইউনিভার্সিটির ভেতর পুড়িয়ে দেওয়া বাস। স্ট্রিম ছবি

উত্তেজনা, ভাঙচুরের পর ছুটি ঘোষণা করা হয়েছে সিটি ইউনিভার্সিটি। শিক্ষার্থী শূন্য ক্যাম্পাস। পরিস্থিতিও এখন শান্ত। তবে বিশ্ববিদ্যালয় জুড়ে ছড়িয়ে রয়েছে হামলার ক্ষত। ভাঙা মূল ফটক ও সীমানা প্রাচীর পেরুলেই চোখে পড়ে শিক্ষার্থী বহনের পোড়া বাস, কর্মকর্তাদের ব্যবহৃত প্রাইভেটকার। প্রশাসনিক ভবনে ভাঙচুর করা হয়েছে উপাচার্যের কার্যালয়সহ বিভিন্ন কক্ষ। এখানে-সেখানে ছড়িয়ে আছে ভাঙা আসবাব, জানালার কাঁচ। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার সাভারের অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায় এমনই চিত্র।

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানিয়েছে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এ ছাড়া তদন্ত কমিটিও করা হবে। অপর দিকে সংঘর্ষের সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক জবানবন্দী নেওয়ার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এ ছাড়া ঘটনার তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন এই উপাচার্য।

এর আগে রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত সাভারের আশুলিয়ার খাগান এলাকায় দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ওই সংঘাত হয়। ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একই এলাকার সিটি ইউনিভার্সিটতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ চালায় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এর জেরে সোমবার সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস আগামী ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যার মধ্যেই ক্যাম্পাস ও হল ত্যাগ করেন শিক্ষার্থীরা।

সিটি ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা দরবেশ নামে একজন বলেন, ‘গতকালই (সোমবার) সব শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে গেছে। তবে আমরা এখনও একটু ভয়েই আছি।’

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেন উপাচার্য। স্ট্রিম ছবি
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেন উপাচার্য। স্ট্রিম ছবি

মামলা করবে সিটি ইউনিভার্সিটি, চায় উচ্চ পর্যায়ের তদন্ত

সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে জানায়, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা করা হবে। এ ছাড়া তদন্ত কমিটিও করা হবে। তবে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ায় থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো মামলা হয়নি বলে খোঁজ নিয়ে জানা গেছে।

হামলাকারীদের আচরণ শিক্ষার্থীসুলভ ছিল না উল্লেখ করে সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘তারা আমার কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সব কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট করেছে। গাড়িগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে আমরা আজ (মঙ্গলবার) থানায় মামলা করব। ইউজিসিতে লিখিত অভিযোগ জানাব। অভ্যন্তরীনভাবে পুরো বিষয়টির তদন্ত করা হবে। এ ছাড়া উচ্চ পর্যায়ে একটি তদন্ত হবে। আমরাসহ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা ৫টি বিশ্ববিদ্যালয়ে মাধ্যমেও স্বচ্ছ প্রক্রিয়ায় ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করব।’

অধ্যাপক লুৎফর রহমান বলেন, সমস্যার সমাধান, শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষাজীবন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি আন্তরিক হয় এবং আলোচনার মধ্য দিয়ে আমাদের দাবিগুলো মেনে নেন, তখন মামলা তুলে নেওয়ার ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নেব।

শিক্ষার্থীদের জিম্মি করে জবানবন্দী নেওয়ার অভিযোগ ড্যাফোডিলের

এদিকে সংঘর্ষের ঘটনায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক জবানবন্দী নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এ ছাড়া ঘটনার সমাগ্রিক তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, তারা ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন। মঙ্গলবার দুপুরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপাচার্য ।

উপাচার্য এম আর কবির বলেন, রবিবার রাতে সংঘর্ষের ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে সব দায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ওপর চাপানোর চেষ্টা করছে সিটি ইউনিভার্সিটি। সংঘর্ষে ড্যাফোডিলের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। অনেকেই গুরুতর আহত হয়ে হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় আগামী শুক্রবার (৩১ অক্টোবর) পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসের ফটকে সকালে দেখা যায় পোড়া দাগ। স্ট্রিম ছবি
সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসের ফটকে সকালে দেখা যায় পোড়া দাগ। স্ট্রিম ছবি

ড্যাফোডিল উপাচার্য বলেন, ‘সেদিন (রবিবার) রাতে ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে জিম্মি করে জোরপূর্বক, পরিকল্পিতভাবে হামলার জবানবন্দির ভিডিও ধারন ও তা প্রচার করে ড্যাফোডিলের শিক্ষার্থীদের একতরফা দোষী করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনে প্রকৃত দোষীদের সনাক্ত করা যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও বিষয়টি দেখছেন।’

সংঘর্ষের সময় ড‍্যাফোডিল শিক্ষার্থীদের হাতে সাংবাদিকদের হেনস্তার প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘ওই পরিস্থিতিতে শিক্ষার্থীদের আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি।’ সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণ করায় দুঃখ প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনৈ আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. মাসুম ইকবাল, ড্যাফোডিল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান।

যা ঘটেছিল

এর আগে রবিবার রাত ৯টার দিকে সাভারের আশুলিয়ায় খাগান এলাকায় থুতু ফেলার ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটিতে ঢুকে হামলা করে। এ সময় ক্যাম্পাসে রাখা বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস, একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। একই সঙ্গে একটি বাস, দুটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়সহ বিভিন্ন কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার ভোর পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগামী শুক্রবার (৩১ অক্টোবর) পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়।

Ad 300x250

সম্পর্কিত