leadT1ad

সিলেটে বাসার ছাদ থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার, ছুরিকাঘাতের চিহ্ন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

সিলেটে নিহত আ.লীগ নেতা আবদুর রাজ্জাক

সিলেটে নিজ বাসার ছাদ থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এই ‘হত্যাকাণ্ড’ ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আবদুর রাজ্জাক (৬৫) দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের প্রয়াত মৌলুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো বাসার ছাদে হাঁটতে উঠেছিলেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ছাদে গিয়ে তারা রাজ্জাকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

পুলিশ জানায়, তাঁর বুকের বাম পাশে, তল পেটে এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। হত্যাকারীদের ছুরির আঘাতে তাঁর পেটের ভুড়ি বের হয়ে যায় এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়।

রাজ্জাক ওই বাড়িতে তার স্ত্রী লিপি বেগম (৬০), ছেলে আসাদ হোসেন (২৯), ছেলের বউ ইমা (২৫) এবং নাতি ইরামকে (২) নিয়ে বসবাস করতেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন, বুক ও পেটে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

হত্যার রহস্য উদঘাটন ও অভিযুক্তদের শনাক্তে পুলিশ কাজ করছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এঘটনায় নিহতের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত