leadT1ad

প্রবীণরা সমাজে উপেক্ষিত, দায় নিতে হবে আমাদেরই: ফারুক ই আজম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৭: ৩৮
মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত। তিনি বলেন, ‘প্রবীণরা উপেক্ষিত, সমাজে তারা অপাঙ্‌ক্তেয়র মতো থাকছে। এর দায় আমাদেরকেই নিতে হবে, কারণ এই রাষ্ট্র, এই সমাজ আমরাই তৈরি করেছি।’

শুক্রবার চট্টগ্রামের চিটাগাং সিনিয়র্স ক্লাবে ‘দ্য সিনিয়র সিটিজেন্স সোসাইটি’র অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফারুক ই আজম বলেন, অবসরের পর দেশে অনেকেই নিজের সমাজ ও পরিবার থেকেও পরিত্যক্ত হয়ে যান, যা একেবারেই উচিত নয়। তিনি আরও বলেন, এই পরিস্থিতির উত্তরণের জন্য আপনারা সংঘবদ্ধ হয়েছেন, একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এর মাধ্যমে প্রবীণদের জন্য সুন্দর সমাজ গঠনে আওয়াজ তুলতে পারবেন।

তিনি বলেন, আমাদের সমাজে ভিলেনরা সব নায়ক হয়েছিল। সে সমস্ত কালো অধ্যায় যাতে আর না আসে, সেই পদক্ষেপ নিতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ ও সবার কাছে বাসযোগ্য সমাজ উপহার দিয়ে যেতে হবে।

উপদেষ্টা পরিষদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, উপদেষ্টা পরিষদে দুইজন ছাড়া সবাই প্রবীণ। জাতির এক ক্রান্তিকালে আমরা দায়িত্ব নিয়েছি। এই দায়িত্বে এসে হিমালয় পর্বতসম বোঝা আমাদের বহন করতে হচ্ছে। তা থেকে পরিত্রাণের জন্য প্রতিদিনই আমরা উদগ্রীব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। তিনি বলেন, ‘বয়স একটি সংখ্যা মাত্র। আমরা অনুভব করি আমাদের অন্তরে, আমি কতটুকু আছি, আমি কী করতে চাই, কতটুকু করতে চাই। আমরা সবই করতে পারি, তবে তার জন্য চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করব যেন মনের দিক থেকে বুড়িয়ে না যাই।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত