leadT1ad

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই: মূল হোতাসহ গ্রেপ্তার ২

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফরিদপুর

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৫: ৪২
আদালত চত্বরে গ্রেপ্তার দুই তরুণ

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূ মঞ্জু রানী দাসের (৩৬) কানের দুল ছিনতাইয়ের ঘটনায় মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব–১০। শনিবার (১ নভেম্বর) সকালে ফরিদপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব–১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।

গ্রেপ্তার দুজন হলেন ফরিদপুরের কবিরপুর এলাকার মৃত ফারুক শেখের ছেলে শরীফুল ইসলাম ডন শরীফ (৩৮) এবং একই এলাকার আলতাফ মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৫)। গত ৩১ অক্টোবর সন্ধ্যায় সালথা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার, একটি চোরাই মোটরসাইকেল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘সম্প্রতি ফরিদপুরে এক গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটে। অস্ত্রের মুখে ভয় দেখিয়ে দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। র‍্যাবের বিশেষ দল অভিযান চালিয়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।’

র‍্যাব-১০ জানায়, গ্রেপ্তার শরীফুল ইসলাম ডন শরীফের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চুরি ও মাদকসহ অন্তত ১০টি মামলা রয়েছে। তিনি ২০১৮ সালে ফরিদপুরের ঝিলটুলি এলাকার স্টাফ নার্স অরুণিমা ভৌমিক হত্যা মামলারও প্রধান আসামি ছিলেন।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, ‘অপরাধী চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তাঁকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।’

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে তাঁদের কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর ভোরে ফরিদপুর পৌরসভার উত্তর শোভারামপুর এলাকায় বিষু দাসের স্ত্রী মঞ্জু রানী দাসের কানের দুল ছিনিয়ে নেয় দুই যুবক। দিনদুপুরে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও পাশের একটি সিসি ক্যামেরায় ধরা পড়ে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত