leadT1ad

বিএনপি ভোটব্যাংকের জন্য ইসলামকে ব্যবহার করে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৯: ৩১
‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিলে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

বিএনপি ভোটব্যাংকের জন্য ইসলামকে ব্যবহার করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শনিবার (১ নভেম্বর) ন্যাশনাল উলামা এলায়েন্স আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘অতীত থেকেই বিএনপি ভোটব্যাংকের জন্য ইসলামকে ব্যবহার করেছে, এখনো করে। বিএনপির নেতারা বিভিন্ন মাদ্রাসায় যায়, আলেমদের সঙ্গে সভা করে। যখনই ক্ষমতায় আসে, তখন তাদের ভুলে যায়। বিএনপি এবং জাতীয় পার্টি এভাবেই ভোটব্যাংক হিসেবে ইসলামকে ব্যবহার করছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘বাংলাদেশী জাতীয়তাবাদ ইসলামকে ধারণ করতে পারেনি। পার্শ্ববর্তী আফগানিস্তানে ইসলামী রাষ্ট্রের একটি মডেল উপস্থিত। ইরানেও বিপ্লবের মধ্য দিয়ে একটি রাষ্ট্র তৈরি হয়েছে। এই উপমহাদেশে মডার্ন ইসলাম নিয়ে কাজ করেছেন পাকিস্তানের তকি উসমানি, আল্লামা মওদূদী। কিন্তু বাংলাদেশে জাতীয়তাবাদী ধারণা ইসলামকে ধারণ করতে ব্যর্থ হয়েছে।’

জুলাই সনদের ব্যাপারে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশে নতুন সংবিধান আসবে, যেখানে রাষ্ট্রের সব নাগরিকের মর্যাদা সমুন্নত থাকবে। অথচ দেখা যায়, শেখ হাসিনা যেভাবে সংবিধানের ওপরে উঠে কাজ করেছেন, এখনও অনেক দল সেটা করতে চায়।’

জামায়াত ও বিএনপির মধ্যে গোপন বোঝাপড়া আছে দাবি করে এনসিপি নেতা বলেন, ‘বিএনপি বলে এই সরকার জামায়াত চালায়, জামায়াত বলে এই সরকার বিএনপি চালায়। আমরা জানি, ভেতরে ভেতরে জামায়াত আর বিএনপির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। বিএনপি “নোট অব ডিসেন্ট” থেকে সরে আসলে জামায়াত পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) থেকে সরে আসবে। এভাবে আর রাজনীতি এখন চলবে না।’

তরুণ আলেমদের উদ্দেশে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, মাদরাসার ক্লাসের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় থেকে নিজেদের প্রাপ্য হিস্যা বুঝে নিতে হবে।

‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব আশরাফ উদ্দিন মাহদী এবং বিভিন্ন মাদরাসার তরুণ আলেমরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত