leadT1ad

আলী রীয়াজসহ সংস্কার কমিশনের সব সদস্যকে গ্রেপ্তার করতে হবে: আবদুর রব ইউসুফী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ শাহী ঈদগাহ ময়দানে ‘আজমতে সাহাবা’ সমাবেশ আয়োজিত হয়। সংগৃহীত ছবি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কমিশন। তিনি বলেন, রাজনৈতিক নেতারা কিছু নোট অব ডিসেন্টসহ জুলাই সনদে স্বাক্ষর করেছেন, কিন্তু কমিশন পরে তাতে সংযোজন করে জাতির সঙ্গে প্রতারণা করেছে, এই প্রতারণার জন্য আলী রীয়াজসহ কমিশনের সব সদস্যকে গ্রেপ্তার করতে হবে।

আজ শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ শাহী ঈদগাহ ময়দানে ‘আজমতে সাহাবা’ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাসেমী পরিষদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী, বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সমাবেশে মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, ‘সংস্কার কমিশনের প্রতারকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড ও তাদের পিছনে খরচকৃত অর্থ অপচয়ের বিরুদ্ধে মামলা করা হোক। অবিলম্বে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে দেশবাসীকে আশ্বস্ত করতে হবে। এঁরা জীবন সায়াহ্নে এসে এতবড় জালিয়াতি করলে অতীত জীবনে কী করেছেন, এর ওপর উচ্চ পর্যায়ের তদন্ত করে জাতির সন্মুখে উপস্থাপন করার ব্যবস্থা করতে হবে। এই কপির ওপর কোনো ভোট নয় বরং স্বাক্ষরকৃত কপির ওপর জনগণের ম্যান্ডেট নিতে হবে।’

মাওলানা ইউসুফী বক্তব্যে আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে। বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানে কোনো সাফল্য দেখাতে পারেনি। এনজিও কর্মকর্তা নির্ভর সরকার অনভিজ্ঞ উপদেষ্টা নিয়োগে দেশকে রসাতলে নামিয়েছে। কাজেই সম্ভব হলে ফেব্রুয়ারির অপেক্ষা না করে আরও আগে নির্বাচন দিয়ে তাঁদের বিদায় নেয়া উচিত।’

সমাবেশে আরও বক্তব্য দেন, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কুরাইশী, হাটহাজারী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি জসিম উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মাওলানা নাছির উদ্দিন মুনির প্রমুখ।

Ad 300x250

সম্পর্কিত