leadT1ad

জনপ্রশাসনের নতুন সিনিয়র সচিব এহছানুল হক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
জনপ্রশাসন সচিব এহছানুল হক

নতুন জনপ্রশাসন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

আজ রোববার (১২ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশ ক্রমে তাতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করে সরকার। এরপর থেকে ভারপ্রাপ্ত সচিব দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছিল গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে।

প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়
প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছিল, জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটির একাংশের ‘ভেটো’তে নতুন জনপ্রশাসন সচিব নিয়োগ আটকে ছিল।

Ad 300x250

সম্পর্কিত