leadT1ad

বৈষম্য আর আধিপত্যবাদ থেকে সেফ এক্সিট দরকার: ফারুক ই আজম

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক ই আজম বলেন, ‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে দেশের আমাদের সেফ এক্সিট দরকার। ব্যক্তিগত প্রশ্ন করা হলে বলব, আমি তো দেশের জন্য যুদ্ধ করেছি। এই দেশটাকে ছেড়ে যাবার আমার আর জায়গা কোথায়? আমাদেরকে এখানেই থাকতে হবে।’

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল
বক্তব্য রাখছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। সংগৃহীত ছবি

বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে দেশের মানুষের সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম ব‌লে‌ছেন, ‘এতকাল ধরে আমাদের মধ্যে যে বৈষম্য ছিল, আগ্রাসন ছিল, জনগণের অধিকার বঞ্চনার যে বিষয় ছিল সেগুলো থেকে জাতির সেফ এক্সিট হলে আমরা খুশি। সেজন্য আমরা সবাই মিলে কাজ করছি।’

উপদেষ্টা আরও বলেন, ‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে দেশের আমাদের সেফ এক্সিট দরকার। ব্যক্তিগত প্রশ্ন করা হলে বলব, আমি তো দেশের জন্য যুদ্ধ করেছি। এই দেশটাকে ছেড়ে যাবার আমার আর জায়গা কোথায়? আমাদেরকে এখানেই থাকতে হবে।’

আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে বরিশাল সদর গার্লস স্কুলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, ‘রোগ হওয়ার পর চিকিৎসা নয়, আগে থেকেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে। টাইফয়েডের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে সরকারের এই উদ্যোগ ঐতিহাসিক।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে প্রথমবারের মতো আজ রবিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রম। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে দেওয়া হবে এই টিকা। জন্মসনদ না থাকলেও শিশুরা এই টিকা পাবে।

এদিকে বরিশাল বিভাগে প্রায় ২৬ লাখ ১৪ হাজার শিশুকে টাইফয়েড প্রতিরোধ টিকার আওতায় আনা হবে। ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই টিকা দেওয়া হবে। পথশিশুরাও থাকবে এই কর্মসূচির আওতায়।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলামসহ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত