leadT1ad

স্বাস্থ্য উপদেষ্টা ক্যানসারে আক্রান্ত, সিঙ্গাপুরে চিকিৎসা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত: আসিফ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ক্যানসারে আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম অনেক আগেই সিঙ্গাপুরে চিকিৎসা শুরু করেছিলেন।

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০০: ৩০
অর্ন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ক্যানসারে আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম অনেক আগেই সিঙ্গাপুরে চিকিৎসা শুরু করেছিলেন। উপদেষ্টা হওয়ার পর তাঁর পক্ষে হাসপাতাল পরিবর্তন করা সম্ভব হয়নি।

মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ এ কথা বলেন। তিনি বলেন, ‘আমার যতদূর জানা, নূরজাহান আপা ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসা আজকের নয়, অনেক আগে থেকেই সিঙ্গাপুরে চলছে।’

চিকিৎসার ধারাবাহিকতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘ক্যানসারের মতো রোগে চিকিৎসার হাসপাতাল পরিবর্তন করা বেশ জটিল। আমার মনে হয়, বিষয়টিকে মানবিক দিক থেকেই দেখা উচিত।’

দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের দায়িত্ব হলো দেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যাওয়া, যাতে দুরারোগ্য রোগের চিকিৎসা এখানেই পাওয়া যায়।’

তিনি জানান, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে স্বাস্থ্য খাতে কয়েকটি উদ্যোগ নিয়েছে। ‘আমরা এতদিন একটি দেশের ওপরই নির্ভরশীল ছিলাম। এখন চীনের সহযোগিতায় কয়েকটি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এগুলো বাস্তবায়িত হলে আমরা স্বাস্থ্য খাতে আত্মনির্ভর হতে পারব।’

গত সোমবার গভীর রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আগামী মঙ্গলবার গভীর রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। নূরজাহান বেগমের একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন এবং নিয়মিত উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন।

Ad 300x250

সম্পর্কিত