স্ট্রিম প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ছয় দফা দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল’। এসব দাবির মধ্যে রয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা ও স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেন প্যানেলের নেতারা।
দাবিগুলো হলো— ভোটগ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার নিশ্চিত করা; ভুয়া ও জাল ভোট ঠেকাতে বাধ্যতামূলকভাবে ছবি সংযুক্ত ভোটার তালিকা প্রদান করা; ডিজিটাল কারচুপি প্রতিরোধে হাতে গণনা (ম্যানুয়াল) নিশ্চিত করা এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সব প্রার্থীর জন্য একই আচরণবিধি মেনে চলা মনিটরিং করা।
এ ছাড়া ভোটকেন্দ্রে ভোট প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বৈধ কার্ড বা পাসধারী ছাড়া অন্য কাউকে ১০০ মিটারের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, ভোটার লাইনে শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা এবং অবৈধ অর্থের প্রভাব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির, জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন, এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা-সহ বিভিন্ন পদপ্রার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, ‘আমরা ভোট বর্জন করতে চাই না। আমরা চাই, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। প্রশাসনের উচিত আরো সোচ্চার হওয়া। আমাদের দাবিগুলো বাস্তবায়িত হলে রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচন ২০২৫ একটি অবাধ, সুষ্ঠু ও ইতিহাসে গ্রহণযোগ্য নির্বাচন হবে।’
ছাত্রদল সমর্থিত প্যানেলের দাবির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের একটি দাবি হলো নির্বাচনের দিন সাধারণ ভোটার এবং কমিশনের পাসধারীরা ছাড়া কেউ যেন কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে না পারে, আমরা এই দাবিটি অবশ্যই বাস্তবায়ন করব। ভোট স্বচ্ছ ব্যালট বাক্সে নেওয়া হবে, সেটিও বাস্তবায়নের পথে আছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই চেষ্টা করছেন, খুঁটিনাটি পরামর্শ দিচ্ছেন। আমরা আশা করছি ২৫ তারিখ একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।’
প্রসঙ্গত, পুনর্বিন্যাসিত তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ছয় দফা দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল’। এসব দাবির মধ্যে রয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা ও স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেন প্যানেলের নেতারা।
দাবিগুলো হলো— ভোটগ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার নিশ্চিত করা; ভুয়া ও জাল ভোট ঠেকাতে বাধ্যতামূলকভাবে ছবি সংযুক্ত ভোটার তালিকা প্রদান করা; ডিজিটাল কারচুপি প্রতিরোধে হাতে গণনা (ম্যানুয়াল) নিশ্চিত করা এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সব প্রার্থীর জন্য একই আচরণবিধি মেনে চলা মনিটরিং করা।
এ ছাড়া ভোটকেন্দ্রে ভোট প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বৈধ কার্ড বা পাসধারী ছাড়া অন্য কাউকে ১০০ মিটারের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, ভোটার লাইনে শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা এবং অবৈধ অর্থের প্রভাব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির, জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন, এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা-সহ বিভিন্ন পদপ্রার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, ‘আমরা ভোট বর্জন করতে চাই না। আমরা চাই, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। প্রশাসনের উচিত আরো সোচ্চার হওয়া। আমাদের দাবিগুলো বাস্তবায়িত হলে রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচন ২০২৫ একটি অবাধ, সুষ্ঠু ও ইতিহাসে গ্রহণযোগ্য নির্বাচন হবে।’
ছাত্রদল সমর্থিত প্যানেলের দাবির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের একটি দাবি হলো নির্বাচনের দিন সাধারণ ভোটার এবং কমিশনের পাসধারীরা ছাড়া কেউ যেন কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে না পারে, আমরা এই দাবিটি অবশ্যই বাস্তবায়ন করব। ভোট স্বচ্ছ ব্যালট বাক্সে নেওয়া হবে, সেটিও বাস্তবায়নের পথে আছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই চেষ্টা করছেন, খুঁটিনাটি পরামর্শ দিচ্ছেন। আমরা আশা করছি ২৫ তারিখ একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।’
প্রসঙ্গত, পুনর্বিন্যাসিত তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে দেশের তিনটি রাজনৈতিক দলের চারজন রাজনীতিবিদও যাবেন তাঁর সঙ্গে।
১৫ মিনিট আগেএবারের দুর্গাপূজা গতবারের চেয়েও নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
২২ মিনিট আগে‘মিথ্যা অভিযোগে’ সাহাব উদ্দিনের ‘পদ স্থগিত’ হয়েছে বলে উপজেলা বিএনপির বিবৃতিতে দাবি করা হয়েছে। তবে দলীয় অনুসন্ধানেই সরকারি জমি দখলসহ পাথর লুটে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
২৫ মিনিট আগেরাজধানীর সাতরাস্তা মোড় এলাকায় দুই ঘণ্টা অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কর্মসূচি পালন করবেন তাঁরা। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপু
৩৪ মিনিট আগে