leadT1ad

কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল থেকে গ্রেপ্তারে জনপ্রতি ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা ডিএমপির

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
ডিএমপির লোগো

কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল বা সংগঠনের কোনো মিছিল চলাকালে পুলিশ সদস্যরা সেই দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পারলে জনপ্রতি পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে ডিএমপি। আজ বুধবার দুপুরের পর থেকে ডিএমপির ওয়ারলেস বার্তায় এমন ঘোষণা দেওয়া হয়।

ঘোষণার একটি অডিও বার্তা স্ট্রিমের হাতে এসেছে। বার্তায় ঘোষণাকারী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল বা সংগঠনের মিছিল থেকে একজনকে ধরতে পারলে ৫ হাজার টাকা, দুজনকে ধরতে পারলে ১০ হাজার টাকা। এভাবে যিনি যতজন ধরতে পারবেন, সেই পুলিশ সদস্যকে তত গুণ টাকা পুরস্কার প্রদান করবেন পুলিশ কমিশনার।’

পরে এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপির ডিসি (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান স্ট্রিমকে জানান, ভালো কাজের পুরস্কার সবসময়ই আছে। কার্যক্রম নিষিদ্ধ দলগুলোর কার্যক্রম প্রতিরোধ করার জন্য বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। চলতি বছর ১০ মে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে টানা কর্মসূচিতে নেমেছিল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীসহ ছাত্র-জনতা। পরে জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গতবছর ৫ আগস্ট সরকার পতনের পর দীর্ঘদিন চুপচাপ থাকলেও সম্প্রতি আওয়ামী লীগের প্রকাশ্য কার্যক্রম বেড়েছে। বিশেষ করে ঢাকার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও অনুসারীদের সংগঠিত হয়ে ঝটিকা মিছিল করারও খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, মূলত এসব ঝটিকা মিছিলের ভিডিও তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন অস্তিত্ব জানান দেওয়ার জন্য। বিষয়টি এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এরইমধ্যে এমন কয়েকটি মিছিল থেকে দলটির একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ।

Ad 300x250

সম্পর্কিত