leadT1ad

শেখ হাসিনা ও অন্য আসামিদের দায়ী করে নাহিদ ইসলামের জবানবন্দি

জুলাই-আগস্টে হত্যাকাণ্ড

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১৩
নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞ ও নৃসংসতার জন্য পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য আসামিদের দায়ী করেছেন নাহিদ ইসলাম। তিনি তাঁদের কঠোর শাস্তিও দাবি করেছেন। ভুক্তভোগীরা যাতে করে ন্যয়বিচার পান, ট্রাইব্যুনালে সেই আবেদনও জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলায় অভিযুক্ত শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিয়েছেন নাহিদ ইসলাম। আজ তাঁর জবানবন্দি নেওয়া শেষ হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে। আজ বিকেলেই শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র ‍নিযুক্ত আইনজীবীর প্রসিকিউশনের এই ৪৭তম সাক্ষীকে জেরা করার কথা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী নাহিদ ইসলাম এখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ নম্বর সমন্বয়ক ছিলেন তিনি। জবানবন্দিতে জুলাই-আগস্টে সংঘটিত বিভিন্ন অপরাধ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনায় শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসুদুজ্জামান খান কামাল, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান এবং যাঁরা আন্দোলনকারীদের হত্যা ও নির্যাতনে অংশ নিয়েছে, তাঁদের দায়ী করছি।

Ad 300x250

সম্পর্কিত