leadT1ad

এবারের একুশে বইমেলা ডিসেম্বরে

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ২৩
সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান উপলক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ সামনে এগিয়ে এনেছে বাংলা একাডেমি। আগামী ডিসেম্বর মাসে শুরু হবে বইমেলা।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৭ জানুরারি পর্যন্ত চলবে মেলা।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানের সভাপতিত্বে সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকেরাসহ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা অংশ নেন।

বিষয়:

বইবইমেলা
Ad 300x250

সম্পর্কিত