leadT1ad

কমছে তাপমাত্রা, তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

রাজশাহীতে কুয়াশাচ্ছন্ন সকাল। স্ট্রিম ছবি

দেশে শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিনে দেশে এই প্রভাব আরও বাড়তে পারে। আবহাওয়াবিদরা বলছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় রাতের তাপমাত্রায় হালকা কমতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশেই শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

শুক্রবার দেশের দেশের সর্বনিম্ন তামমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪ ডিগ্রি সেলসিয়াস; সর্বোচ্চ কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা প্রসঙ্গে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার কথা উল্লেখ করে বলা হয়, এই সময়ে আবহাওয়া তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত