রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় শুরু হওয়া এই সম্মেলনে ইতিমধ্যে যোগ দিয়েছেন বিএনপি, জামায়াত, হেফাজত, জমিয়ত, খেলাফতসহ বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সমাবেশে আরও রয়েছেন ভারত, পাকিস্তান, সৌদিসহ আরো কয়েকটি দেশ থেকে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতারা।
সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন আয়োজন করা হয়েছে ‘আহমদিয়া সম্প্রদায়ের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার’ দাবিতে।
ইতিমধ্যে এই সম্মেলনের মঞ্চে আসন গ্রহণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন প্রমুখ।
সম্মেলনে অংশ নেওয়া বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ও সংসদ সদস্য মাওলানা ফজলুর রহমান, একই সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল গফুর হায়দরি, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসার সহপরিচালক ড. আহমাদ ইউসুফ বিন্নুরি, দারুল উলুম করাচির উপ-উপাচার্য মাওলানা যুবায়ের উসমানি, পাঞ্জাবের সারগোদার মারকাজ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রধান মাওলানা ইলিয়াছ গুম্মান, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানি, জমিয়তে উলামায়ে ইসলাম নেপালের সভাপতি ও সংসদ সদস্য মাওলানা খালেদ সিদ্দিকি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম প্রমুখ।
সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত মহাসম্মেলন। সংগৃহীত ছবিসম্মেলনে যোগ দিতে ইচ্ছুকরা গতকাল রাত থেকেই সারাদেশ থেকে রাজধানীতে আসতে থাকেন। আজ শনিবার ভোরেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রচুর লোক সমাগম হয়। সকাল ৯টার আগেই উদ্যানে মানুষের ঢল নামে।
সম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।