.png)

স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে জাহিদ নামে এক যুবক নিহতের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হত্যায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়। তবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ সন্ধ্যায় স্ট্রিমকে জানিয়েছেন, ‘দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে নিহত জাহিদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করে বেশ কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছি। ভোর থেকেই তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছি। ইতিমধ্যে জাহিদ খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করেছি। তাদের বিষয়ে আরও নিশ্চিত হয়ে বিস্তারিত জানাতে পারব।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্ট্রিমকে বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। আমরা ছায়া তদন্ত করছি। জেনেভা ক্যাম্পের বিস্ফোরক দ্রব্য কোথা থেকে, কাদের মাধ্যমে আনা হয়েছে, কারা বোমা তৈরি করছে এবং এসব বোমার ব্যবহারকারীসহ ক্যাম্পকেন্দ্রিক সকল অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে একটি ককটেল বিস্ফোরণে জাহিদ গুরুতর আহত হন। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুরে আরও ১৩ জন গ্রেপ্তার
এদিকে, মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার (২২ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নাজমা (২৫), সুমি আক্তার শিল্পী (২২), মোবারক (৪০), হাফিজুল (২৭), টিপু (৩০), আশিক (৩০), শ্রাবণ শাওন (২৫), তৈমুর আরিফ (৩৮), রাসেল (২৪), আব্দুল করিম (২২), বিল্লাল (৩২), মনির (৩০) ও হান্নান ইমরান (২০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে জাহিদ নামে এক যুবক নিহতের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হত্যায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়। তবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ সন্ধ্যায় স্ট্রিমকে জানিয়েছেন, ‘দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে নিহত জাহিদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করে বেশ কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছি। ভোর থেকেই তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছি। ইতিমধ্যে জাহিদ খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করেছি। তাদের বিষয়ে আরও নিশ্চিত হয়ে বিস্তারিত জানাতে পারব।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্ট্রিমকে বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। আমরা ছায়া তদন্ত করছি। জেনেভা ক্যাম্পের বিস্ফোরক দ্রব্য কোথা থেকে, কাদের মাধ্যমে আনা হয়েছে, কারা বোমা তৈরি করছে এবং এসব বোমার ব্যবহারকারীসহ ক্যাম্পকেন্দ্রিক সকল অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে একটি ককটেল বিস্ফোরণে জাহিদ গুরুতর আহত হন। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুরে আরও ১৩ জন গ্রেপ্তার
এদিকে, মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার (২২ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নাজমা (২৫), সুমি আক্তার শিল্পী (২২), মোবারক (৪০), হাফিজুল (২৭), টিপু (৩০), আশিক (৩০), শ্রাবণ শাওন (২৫), তৈমুর আরিফ (৩৮), রাসেল (২৪), আব্দুল করিম (২২), বিল্লাল (৩২), মনির (৩০) ও হান্নান ইমরান (২০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.png)

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসিত ব্যক্তিদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। অনিয়মিতভাবে লিবিয়ায় প্রবেশের পর তারা অনেকেই সেখানকার বিভিন্ন জায়গায় অপহরণ ও নির্যাতনের শিকার হন।
৩২ মিনিট আগে
বাগেরহাটের মোরেলগঞ্জে ‘গরু চোর’ সন্দেহে আটকের পর গণপিটুনিতে মতিয়ার রহমান (৪৫) নামের একজন নিহত হয়েছেন। একই সময় মারধরে আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোরের দিকে উপজেলার বলভদ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
২০২৪-এর আগস্ট গণ-অভ্যুত্থানের সময় ঢাকার সাভারে মাছ ব্যবসায়ী নবী নূর মোড়লকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে বৃহস্পতিবার বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন জামাল ফকির। ওইদিনই স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী উপজেলা সালথার পিসনাইল গ্রামে নিজ বাড়িতে ছিলেন তিনি। রাতে স্ত্রীর সঙ্গে বাসর ঘরে প্রবেশ করেন তিনি। সকালে বসতবাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আখ চ
৩ ঘণ্টা আগে