.png)

স্ট্রিম সংবাদদাতা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছে। ওই বাসে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ কর্মকর্তা সপরিবারে ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৭টার দিকে জেলারর শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর রাস্তার প্রবেশ মুখে এই দুর্ঘটনার ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।
দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশ।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, বাসটি জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশ মুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে উল্টে পড়া বাস চাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা মারা যান।
ওসি সুমন কুমার চৌধুরী বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।’

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছে। ওই বাসে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ কর্মকর্তা সপরিবারে ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৭টার দিকে জেলারর শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর রাস্তার প্রবেশ মুখে এই দুর্ঘটনার ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।
দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশ।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, বাসটি জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশ মুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে উল্টে পড়া বাস চাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা মারা যান।
ওসি সুমন কুমার চৌধুরী বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।’
.png)

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসিত ব্যক্তিদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। অনিয়মিতভাবে লিবিয়ায় প্রবেশের পর তারা অনেকেই সেখানকার বিভিন্ন জায়গায় অপহরণ ও নির্যাতনের শিকার হন।
৩৪ মিনিট আগে
বাগেরহাটের মোরেলগঞ্জে ‘গরু চোর’ সন্দেহে আটকের পর গণপিটুনিতে মতিয়ার রহমান (৪৫) নামের একজন নিহত হয়েছেন। একই সময় মারধরে আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোরের দিকে উপজেলার বলভদ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
২০২৪-এর আগস্ট গণ-অভ্যুত্থানের সময় ঢাকার সাভারে মাছ ব্যবসায়ী নবী নূর মোড়লকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে বৃহস্পতিবার বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন জামাল ফকির। ওইদিনই স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী উপজেলা সালথার পিসনাইল গ্রামে নিজ বাড়িতে ছিলেন তিনি। রাতে স্ত্রীর সঙ্গে বাসর ঘরে প্রবেশ করেন তিনি। সকালে বসতবাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আখ চ
৩ ঘণ্টা আগে