leadT1ad

সুনামগঞ্জে পর্যটকবাহী বাস উল্টে মা-মেয়ে নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সুনামগঞ্জ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১৩: ৩১
সড়কের পাশে পড়ে আছে দুর্ঘটনাকবলিত বাসটি। ছবি সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছে। ওই বাসে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ কর্মকর্তা সপরিবারে ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৭টার দিকে জেলারর শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর রাস্তার প্রবেশ মুখে এই দুর্ঘটনার ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশ।

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, বাসটি জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশ মুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে উল্টে পড়া বাস চাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা মারা যান।

ওসি সুমন কুমার চৌধুরী বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।’

Ad 300x250

সম্পর্কিত