leadT1ad

হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে কড়া নিরাপত্তা, ট্রাইব্যুনালে রাজসাক্ষী চৌধুরী মামুন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১: ৪৯
সকালের দিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আদালতে আনা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনালের প্রধান ফটক ও সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এলাকাজুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবির ভারী যানবাহন।

সকালের দিকে মামলার অন্যতম রাজসাক্ষী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আদালতে আনা হয়। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ট্রাইব্যুনাল এলাকায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

এই মামলায় সাবেক আইজিপি মামুন ছাড়া অন্য দুই আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি রয়েছে। এর আগে গত ২৩ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

ট্রাইবুনালের ভেতরে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। ছবি: ভিডিও থেকে নেওয়া
ট্রাইবুনালের ভেতরে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। ছবি: ভিডিও থেকে নেওয়া

২০২৪ সালের ৫ আগস্ট এক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে নতুন করে তদন্ত শুরু হয়। আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডসহ পাঁচটি অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আজ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেকোনো নাশকতা বা সহিংসতা মোকাবিলায় তারা সর্বোচ্চ প্রস্তুত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ট্রাইব্যুনাল প্রাঙ্গণ শান্ত ছিল। সাধারণত ট্রাইব্যুনালের কার্যক্রম বেলা ১১টার দিকে শুরু হয়, তবে গুরুত্বপূর্ণ মামলায় আগে শুরু হওয়ার নজির রয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিচারিক কার্যক্রম শুরু হয়নি, তবে রায়ের তারিখ ঘোষণার জন্য আদালতের কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত