leadT1ad

চলন্ত বাসে পেট্রোলবোমা, ৯ জেলায় আগুন-অবরোধ

টাঙ্গাইলে মহাসড়কে চলন্ত বাসে পেট্রোলবোমা নিক্ষেপের পর দ্রুত নেমে পড়ায় প্রাণে রক্ষা পান যাত্রীরা। এ ছাড়া মুন্সিগঞ্জে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকে আগুন দেওয়ায় প্রাণ নাশের ঝুঁকি তৈরি হয়েছিল ঘুমন্ত চালক ও তাঁর সহকারীর। ওই সব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগে তিনজনকে পেট্রোলবোমাসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা

গোপালগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে গণপূর্ত বিভাগের যান। স্ট্রিম ছবি

‘ঢাকা লকডাউন’ কর্মসূচি কেন্দ্র করে দেশে আট জেলায় যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন দেওয়াসহ মহাসড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধে ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বুধবার রাত থেকে শুরু করে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব কর্মকাণ্ড ঘটে।

এর মধ্যে টাঙ্গাইলে মহাসড়কে চলন্ত বাসে পেট্রোলবোমা নিক্ষেপের পর দ্রুত নেমে পড়ায় প্রাণে রক্ষা পান যাত্রীরা। এ ছাড়া মুন্সিগঞ্জে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকে আগুন দেওয়ায় প্রাণ নাশের ঝুঁকি তৈরি হয়েছিল ঘুমন্ত চালক ও তাঁর সহকারীর। ওই সব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগে তিনজনকে পেট্রোলবোমাসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানে পতিত সরকারের প্রধান শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রায়ের তারিখ ঘোষণার দিন ছিল আজ বৃহস্পতিবার। একে গিয়ে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে দলটি। এ সংক্রান্ত খবর বিস্তারিত জানাচ্ছেন আমাদের মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, ফেনী, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, বরগুনা, মাদারীপুর, ফরিদপুর ও গাজীপুর সংবাদদাতা।

মুন্সীগঞ্জে বুধবার রাতে দাঁড় করিয়ে রাখা ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জে বুধবার রাতে দাঁড় করিয়ে রাখা ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জে ট্রাকে আগুন, বাঁচলেন চালক-হেলপার

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ মিয়া বলেন, অগ্নিকাণ্ডের সময় ট্রাকে চালক ও তাঁর সহকারী (হেলপার) ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন দেখে তাঁরা লাফিয়ে নিচে নেমে প্রাণে রক্ষা পান। এ সময় ট্রাকে থাকা কাগজের তৈরি কার্টনজাত বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করছি, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রাকে আগুন দিয়েছে।

তবে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, কেউ আগুন দিয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মহাসড়কের গজারিয়া অংশে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

টাঙ্গাইলে বুধবার রাতে মহাসড়কে চলন্ত বাসে আগুন। সংগৃহীত ছবি
টাঙ্গাইলে বুধবার রাতে মহাসড়কে চলন্ত বাসে আগুন। সংগৃহীত ছবি

টাঙ্গাইলে চলন্ত বাসে আগুন, প্রাণে রক্ষা যাত্রীদের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় ‘বাংলা স্টার’ নামে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ূন কার্ণায়েন।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, মহাসড়কের একটি সড়ক দুর্ঘটনার পর উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের ধীরগতি দেখা দেয়। এ সময় বাংলা স্টার গাড়ির পেছনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনীতে বুধবার রাতে দাঁড়িয়ে রাখা বাসে আগুন। সংগৃহীত ছবি
ফেনীতে বুধবার রাতে দাঁড়িয়ে রাখা বাসে আগুন। সংগৃহীত ছবি

ফেনীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। বাসটি রানা-রনু পরিবহন নামে ফেনী- চট্টগ্রামে রোড়ে চলাচল করে।

এ ছাড়া ফেনীতে রাতের আঁধারে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে বিষয়টি তাৎক্ষণিক রেলওয়ের প্রকৌশল বিভাগের নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, বাসে আগুনের ঘটনা নাশকতার অংশ কিনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।

বরগুনায় বুধবার রাতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন। সংগৃহীত ছবি
বরগুনায় বুধবার রাতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন। সংগৃহীত ছবি

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

বরগুনা শহরের সার্কিট হাউস মাঠে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, রাতের আঁধারে দুই ব্যক্তি পেট্রলবোমা হাতে স্মৃতিস্তম্ভের কাছে আসে। তাদের মধ্যে একজন আগুন ধরিয়ে বোমাটি স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করে দ্রুত সরে যায়। বুধবার রাত ১১টার পর এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরে ভিডিওটি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেন বরগুনা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লেখেন, ‘বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনাস্থলে গিয়ে এমন কোনো চিহ্ন বা প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে, এটা আসলেই বরগুনায় ঘটেছে কিনা।

গোপালগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে গণপূর্ত বিভাগের যান। স্ট্রিম ছবি
গোপালগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে গণপূর্ত বিভাগের যান। স্ট্রিম ছবি

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা

লকডাউনে গোপালগঞ্জের গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেওয়াল ও একটি পিক-আপভানে অন্তত ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পিক-আপ ভ্যানে আগুন ধরে যায়। কার্যালয়ের গার্ডরা টের পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে সদর থানা সূত্রে।

এর আগে জেলা সদরের গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে বুধবার গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। কালো রঙের একটি মাইক্রোবাসে আসা কয়েকজন ৫-৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করলে একটি বিস্ফোরিত হয়। তবে ব্যাংকের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

এ ছাড়া বুধবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

মানিকগঞ্জে চলন্ত পিকআপ থেকে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় লকডাউন ঘিরে পিকআপভ্যান থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পরে গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে আরিচার দিকে পালিয়ে যায়। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘আমরা ককটেল বিস্ফোরণের খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এলাকায় নিরাপত্তা জোরদারসহ ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মাদারীপুর অংশের একাধিক স্থানে ব্যারিকেড

লকডাউনকে কেন্দ্র করে পদ্মা সেতু সংযুক্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচর উপজলার কুতুবপুর ও দত্তপাড়া, শরীয়তপুরের জাজিরা নাওডোবা এবং ফরিদপুরের ভাঙ্গার পুলিয়া সীমানা এলাকায় গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ব্যারিকেড সকাল ৮টার দিকে একাধিক স্থান থেকে এসব সরিয়ে দেয় শিবচর বিএনপির নেতাকর্মীরা।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ভোরে মহাসড়কে গাছের ডাল ফেলে দুর্বৃত্তরা বাঁধার চেষ্টা করেছিল। পরে ডাল সরিয়ে ফেলা হয়েছে। মহাসড়ক স্বাভাবিক রয়েছে।

ফরিদপুরে বৃহস্পতিবার সকলে সড়কে গাছ ফেলে অবরোধ। স্ট্রিম ছবি
ফরিদপুরে বৃহস্পতিবার সকলে সড়কে গাছ ফেলে অবরোধ। স্ট্রিম ছবি

ফরিদপুরে সাড়ে পাঁচ ঘণ্টা মহাসড়ক বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের পাশে এবং পুখুরিয়া এলাকায় মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে তারা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এদিকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর দুই মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। যানবাহন চলাচলের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, সকাল সাড়ে নয়টার দিকে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে ও বেলা সোয়া দশটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গাজীপুরে আটক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা। সংগৃহীত ছবি
গাজীপুরে আটক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা। সংগৃহীত ছবি

গাজীপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের তিনজন আটক

গাজীপুরের জয়দেবপুর থানার বানিয়ারচালা এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। বুধবার রাতে পেট্রলবোমা তৈরির সময় তাঁদের আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে পেট্রলবোমা তৈরির সরঞ্জাম পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

আটক তিনজন হলেন উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান আহম্মেদ (২৪), দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ (৩২)। তাঁদের সবার বাড়ি বানিয়ারচালা গ্রামে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদ আহমেদ বলেন, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা যানবাহনে নিক্ষেপের উদ্দেশ্যে পেট্রলবোমা তৈরি করছিলেন জানা গেছে। পরে পুলিশ তাঁদের আটক করে।

Ad 300x250

সম্পর্কিত