leadT1ad

‘ঢাকা লকডাউনের’ প্রভাব

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন কম, ভোগান্তিতে যাত্রীরা

পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি এলাকায় বরিশালগামী যাত্রী কামরুল ইসলাম বলেন, ‘ভোর থেকে বরিশালগামী বাসের অপেক্ষায় আছি, এখনো কোনো গাড়ি পাচ্ছি না। যেভাবে যানবাহন কমেছে, মনে হচ্ছে আজ পৌঁছানই কষ্টকর হবে।’

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মুন্সিগঞ্জ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৬: ২৬
পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি এলাকায় দাঁড়িয়ে আছেন যাত্রীরা। স্ট্রিম ছবি

দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে উভয়মুখী লেনে যানবাহন চলাচল কমে গেছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চলাচল সীমিত থাকায় বিপাকে পড়েছেন পদ্মা সেতু হয়ে ঢাকাগামী যাত্রীরা।

এদিকে নিরাপত্তার প্রয়োজনে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি এলাকা, সিরাজদিখান উপজেলার নিমতলা ও শ্রীনগর উপজেলার ছনবাড়ীসহ এক্সপ্রেসওয়ের চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি চলছে।

পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি এলাকায় বরিশালগামী যাত্রী কামরুল ইসলাম বলেন, ‘ভোর থেকে বরিশালগামী বাসের অপেক্ষায় আছি, এখনো কোনো গাড়ি পাচ্ছি না। যেভাবে যানবাহন কমেছে, মনে হচ্ছে আজ পৌঁছানই কষ্টকর হবে।’

ফরিদপুরের যাত্রী সালমা আক্তার বলেন, ‘বাবা অনেক অসুস্থ। তাই ফরিদপুরে বাবাকে দেখতে যেতে হবে। কিন্তু কোনো বাস পাচ্ছি না। এক্সপ্রেসওয়ে ফাঁকা পড়ে আছে, কোথাও কোনো গাড়ি নেই।’

পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি এলাকায় দাঁড়িয়ে আছেন যাত্রীরা। স্ট্রিম ছবি
পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি এলাকায় দাঁড়িয়ে আছেন যাত্রীরা। স্ট্রিম ছবি

নাশকতায় আতঙ্কায় সড়কে যাত্রী কম জানিয়ে মাওয়া ঘাটগামী বাসচালক মিজান হোসেন বলেন, ‘আজ (বৃহস্পতিবার) যাত্রীও কম, গাড়িও কম। পুলিশ চেকপোস্টে গাড়ি থামাচ্ছে। যাত্রীরা আতঙ্কে বের হচ্ছে না।’

সড়কে যানবাহন কম হলেও সবকিছুই স্বাভাবিক রয়েছে জানিয়েছেন হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক। তিনি বলেন, ‘ধলেশ্বরী টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ধোলাইপাড় থেকে পদ্মা সেতুর টোল প্লাজা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত চেকপোস্ট পরিচালনা করছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানবাহনের সংখ্যা কিছুটা কম হলেও, তবে সবকিছুই স্বাভাবিক রয়েছে।’

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রায়ের তারিখ ঘোষণার দিন ছিল আজ বৃহস্পতিবার। একে গিয়ে লকডাউন কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। গত কয়েকদিনে বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়াসহ নাশকতার ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়। এর প্রভাব পড়ে আজ। আগামী সোমবার (১৭ নভেম্বর) ওই মামলার রায় ঘোষণা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত