leadT1ad

পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

এই আদেশের কারণে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম আটকে গেল বলে আইনজীবীরা জানিয়েছেন।

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২৭
হাইকোর্ট ভবন। সংগৃহীত ছবি

পরিবহন পুলের চলমান ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত আদালত অবমাননার মামলার আবেদনের শুনানি করে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান, সঙ্গে ছিলেন আইনজীবী মো. জামিল হক। এই আদেশের কারণে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম আটকে গেল বলে আইনজীবীরা জানিয়েছেন।

জানা গেছে, ২০১৮ সালে ইউএনও অফিসে কর্মরত ২৮ জন গাড়ি চালকের চাকরি স্থায়ী করার নির্দেশ দেয় হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। তিন বছরেও এ রায় বাস্তবায়নের পদক্ষেপ না নিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে পরিবহন পুল। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালে আবেদনকারীরা আদালত অবমাননার মামলা দায়ের করে ও ২০২১ সালের ওই নিয়োগ কার্যক্রমে স্থগিতাদেশ চাইলে হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করে।

একই সঙ্গে ২০২১ সালের ওই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে। পরিবহন পুলের পক্ষ থেকে ২০১৮ সালের রায় ও ২০২১ সালের আদালত অবমাননা সংক্রান্ত আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে দুটি আপিল দায়ের করে। গত ১৮ মার্চ দুটি আপিলই আপিল বিভাগ খারিজ করে। গত ৩ সেপ্টেম্বর পরিবহন পুল হাইকোর্ট ও আপিল বিভাগের রায় অমান্য করে ৪০৬ জন নতুন গাড়ি চালক নিয়োগের বিষয়ে লিখিত পরীক্ষার প্রক্রিয়া শুরু করে।

এ ঘটনায় আবেদনকারীরা হাইকোর্টে পূর্বে দায়ের করা আদালত অবমাননার মামলায় সম্পূরক আবেদনে নিয়োগ সংক্রান্ত গত বছরের ১৭ নভেম্বর জারি করা সার্কুলার স্থগিতের আবেদন করে।

Ad 300x250

সম্পর্কিত