leadT1ad

নির্বাচনের পরেও ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম অব্যাহত রাখার দাবি নাহিদের

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনের পরেও যাতে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম অব্যাহত থাকে, সেই প্রতিশ্রুতি চেয়ে সরকারের কাছে আমরা একটা রোডম্যাপের দাবি জানিয়েছি। অন্যান্য রাজনৈতিক দল যেন এই বিচারের বিষয়টি তাদের নির্বাচনি ইশতেহারে রাখে যে, বিচার তারা অব্যাহত রাখবে।’

রায় হওয়ার পরে শেখ হাসিনাকে যেন দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান এনসিপি নেতা। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে যেন দেশে ফিরিয়ে আনা হয় এবং রায় কার্যকর করা হয়—এই সরকার ও পরবর্তী সরকারের কাছে এই আমার আবেদন।’

এর আগে, আজ দুপুরে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

Ad 300x250

সম্পর্কিত