leadT1ad

গুজব-ডিপফেক রুখতে তথ্য কর্মকর্তাদের ‘আপসহীন ঢাল’ হতে হবে: তথ্যসচিব

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে গুজব, অপতথ্য ও ডিপফেক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের ‘আপসহীন ঢাল’ হিসেবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

আজ রোববার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) বিসিএস (তথ্য) ৪২তম পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবা ফারজানা বলেন, ‘মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ এবং ডিপফেকের মতো অপশক্তিকে দৃঢ়ভাবে ও দক্ষতার সাথে মোকাবিলা করতে হবে। বিশেষত, একটি মডেল নির্বাচন জাতিকে উপহার দিতে হলে গুজব ও অপপ্রচার রোধে জেলা প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় সাধন করে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে।’

মাহবুবা ফারজানা আশা প্রকাশ করেন, এই তিন মাসব্যাপী প্রশিক্ষণে কর্মকর্তারা নিজেদের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করার সুযোগ পাবেন।

সভাপতির বক্তব্যে নিমকোর মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, ‘জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আপনাদেরই প্রতিষ্ঠান। তবে এই প্রতিষ্ঠান প্রশিক্ষণার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার মানসিকতা তৈরি করতে বদ্ধপরিকর।’ এ লক্ষ্য বাস্তবায়নে মুহম্মদ হিরুজ্জামান প্রশিক্ষণার্থীদের কাছ থেকে সর্বোচ্চ আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

তিন মাসব্যাপী এই পেশাগত প্রবেশক পাঠ্যধারায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে মোট ২২ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোসাম্মৎ রহিমা আক্তার, ড. মো. মারুফ নাওয়াজ ও পারভীন সুলতানা রাব্বীসহ ইনস্টিটিউটের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত