leadT1ad

এবার আন্দামান সাগরে ৫.৩ মাত্রার ভূমিকম্প

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৩: ৫০
ম্যাপে ভূমিকম্পের উৎপত্তিস্থল (ছবি: ইউএসজিএস-এর ওয়েবসাইট থেকে)

আন্দামান সাগরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে হওয়া এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল সমুদ্রতল থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে প্রায় একই সময়ে বাংলাদেশে পরপর গত দুদিন দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ সারা দেশ। এতে এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী সদর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে।

গতকাল শনিবারও সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বের নরসিংদীর পলাশে।

তৃতীয় দিনও কয়েক মিনিটের ব্যবধানে প্রায় একই সময় এমন ভূমিকম্পের তথ্য পাওয়া গেল। যদিও এর উৎপত্তিস্থল বাংলাদেশ থেকে অনেক দূরে। ‘বাংলাদেশ ওয়েদার অবজার্ভেশন টিম’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের ফেসবুক পেজে বলা হয়েছে, ‘এটি বাংলাদেশ থেকে অনেক দূরে হয়েছে। তাই আপনারা প্লিজ কেউ কোনো গুজবে আতঙ্কিত হবেন না।’

Ad 300x250

সম্পর্কিত