স্ট্রিম ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দিকে ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সবশেষ নৌযান ম্যারিনেটেরও নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। গাজা উপকূলের কাছাকাছি জায়গা থেকে বোটটির নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি নৌবাহিনী।
এবার বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্র শিল্পী শহীদুল আলমদের বহনকারী জাহাজ ‘কনসায়েন্স’সহ আরও ৯টি জাহাজের একটি বহর গাজার দিকে এগিয়ে যাচ্ছে। শহীদুল আলমদের জাহাজটিকে মিডিয়া ফ্লোটিলা বলা হচ্ছে কারণ এর যাত্রীদের বেশিরভাগই মিডিয়া ব্যক্তিত্ব।
সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক ম্যারিনেট নামের বোটটিতে উঠে পড়ে। পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেটে ছয়জন অ্যাকটিভিস্ট ছিলেন।
বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ইসরায়েলি নৌবাহিনী গাজায় মানবিক সহায়তাবাহী অন্তত ৪৪টি নৌযান আটক করেছে। এ সময় তারা ৪০টিরও বেশি দেশের প্রায় ৫০০ অ্যাকটিভিস্টকে আটক করেছে।
আটকদের মধ্যে আছেন জলবায়ু অ্যাকটিভিস্ট গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাও, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান এবং ন্যালসন ম্যান্ডেলা নাতনি মান্ডলা ম্যান্ডেলাসহ আরও আনেক হাইপ্রোফাইল ব্যক্তিবর্গ।
গাজার উদ্দেশে পাঠানো এটিই বিশ্বের সবচেয়ে বড় নৌ-সহায়তা মিশন ছিল। বিশ্বজুড়ে এ উদ্যোগ ব্যাপক মনোযোগ কাড়ে। নৌযান আটকের ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এবার শহীদুল আলমদের বহনকারী ‘কনসায়েন্স’সহ একটি মিডিয়া ফ্লোটিলা গাজার দিকে এগিয়ে যাচ্ছে। ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী জাহাজগুলো শুক্রবার সকালে গাজা থেকে ৫০০ নটিক্যাল মাইল (৯২৫ কিলোমিটার) দূরে ছিল।
শহীদুল আলম তার ফেসবুক পেজে একটু পরপর পোস্ট দিয়ে তাদের যাত্রার হালনাগাদ জানাচ্ছেন। সর্বশেষ তিনি জানান তারা ফিলিস্তিনি টাইমজোনে প্রবেশ করেছেন।
গাজায় পৌঁছানোর দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত
ফিলিস্তিনি টাইমজোনে প্রবেশ করার পর শাহিদুল আলম গাজার উদ্দেশ্যে পৌঁছানোর দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।
শুক্রবার দুপুরের একটু পরে এক ভিডিও পোস্টে তিনি বলেন, ‘আমরা এখন প্যালেস্টাইনি টাইম জোনে রয়েছি। আজ সকালে সমুদ্র অনেকটাই শান্ত। সমুদ্র অবিশ্বাস্যভাবে পরিবর্তনশীল, তাই কতক্ষণ এমন থাকবে বলা যাচ্ছে না। গত রাতেই সংবাদ আসে এমএসএফের চৌদ্দতম চিকিৎসক নিহত হয়েছে। এখন আমরা দেখব ফ্রান্স কী ব্যবস্থা নেয়। এ পর্যন্ত কেবল কথা শুনেছি; কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।’
তিনি আরও বলেন, ‘গতকাল সমুদ্র খুবই উত্তাল ছিল। আমি তখন একটু অসুস্থ হয়ে পড়ি, এখন ভালো আছি। আমরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মূল বহরের অংশ ছিলাম না; তা শুরু থেকেই পরিকল্পিত ছিল। এখন আমাদের বড় জাহাজসহ মোট নয়টি বোট বাকি আছে। অন্য বোটগুলো আমাদের থেকে সামান্য এগিয়ে আছে। তবে আমরা তাদের ছাড়িয়ে সামনে চলে যাব। সামনে থাকার ঝুঁকি আছে। কিন্তু এই ঝুঁকি নেওয়ার জন্য আমরা আগেই প্রস্তুত ছিলাম।’
তিনি জানান, তাদের জাহাজে মোট ৯৬ জন অ্যাকটিভিস্ট আছেন। তাদের মধ্যে ৮২ জন মিডিয়া ও চিকিৎসা পেশাজীবী এবং কিছু সংগঠকও রয়েছেন।
শহীদুল আরও বলেন, ‘আমরা মূলত কোনও মানবিক সহায়তা পৌঁছানোর জন্য যাচ্ছি না। আমাদের প্রধান লক্ষ্য ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা। আমরা সাংবাদিক ও চিকিৎসকদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে যাচ্ছি। আমরা বিশেষ করে মিডিয়ার ওপর এবং তথ্যের ওপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতে চাই। আমরা গাজার বাস্তব পরিস্থিতি পুরো বিশ্বের সামনে তুলে ধরতে চাই।
সবশেষে আলম বলেন, ‘এখন কথা বলার সময় নয়। কাজ করার সময়। বিশ্বনেতারা ব্যর্থ হলেও, আমরা সাধারণ মানুষ হিসেবে যা পারব তাই করব। আপনাদের স্নেহ ও উৎসাহই আমাদের শক্তি জোগায়। আমাদের জয় হবে। ফিলিস্তিনও মুক্ত হবে।’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দিকে ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সবশেষ নৌযান ম্যারিনেটেরও নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। গাজা উপকূলের কাছাকাছি জায়গা থেকে বোটটির নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি নৌবাহিনী।
এবার বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্র শিল্পী শহীদুল আলমদের বহনকারী জাহাজ ‘কনসায়েন্স’সহ আরও ৯টি জাহাজের একটি বহর গাজার দিকে এগিয়ে যাচ্ছে। শহীদুল আলমদের জাহাজটিকে মিডিয়া ফ্লোটিলা বলা হচ্ছে কারণ এর যাত্রীদের বেশিরভাগই মিডিয়া ব্যক্তিত্ব।
সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক ম্যারিনেট নামের বোটটিতে উঠে পড়ে। পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেটে ছয়জন অ্যাকটিভিস্ট ছিলেন।
বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ইসরায়েলি নৌবাহিনী গাজায় মানবিক সহায়তাবাহী অন্তত ৪৪টি নৌযান আটক করেছে। এ সময় তারা ৪০টিরও বেশি দেশের প্রায় ৫০০ অ্যাকটিভিস্টকে আটক করেছে।
আটকদের মধ্যে আছেন জলবায়ু অ্যাকটিভিস্ট গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাও, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান এবং ন্যালসন ম্যান্ডেলা নাতনি মান্ডলা ম্যান্ডেলাসহ আরও আনেক হাইপ্রোফাইল ব্যক্তিবর্গ।
গাজার উদ্দেশে পাঠানো এটিই বিশ্বের সবচেয়ে বড় নৌ-সহায়তা মিশন ছিল। বিশ্বজুড়ে এ উদ্যোগ ব্যাপক মনোযোগ কাড়ে। নৌযান আটকের ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এবার শহীদুল আলমদের বহনকারী ‘কনসায়েন্স’সহ একটি মিডিয়া ফ্লোটিলা গাজার দিকে এগিয়ে যাচ্ছে। ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী জাহাজগুলো শুক্রবার সকালে গাজা থেকে ৫০০ নটিক্যাল মাইল (৯২৫ কিলোমিটার) দূরে ছিল।
শহীদুল আলম তার ফেসবুক পেজে একটু পরপর পোস্ট দিয়ে তাদের যাত্রার হালনাগাদ জানাচ্ছেন। সর্বশেষ তিনি জানান তারা ফিলিস্তিনি টাইমজোনে প্রবেশ করেছেন।
গাজায় পৌঁছানোর দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত
ফিলিস্তিনি টাইমজোনে প্রবেশ করার পর শাহিদুল আলম গাজার উদ্দেশ্যে পৌঁছানোর দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।
শুক্রবার দুপুরের একটু পরে এক ভিডিও পোস্টে তিনি বলেন, ‘আমরা এখন প্যালেস্টাইনি টাইম জোনে রয়েছি। আজ সকালে সমুদ্র অনেকটাই শান্ত। সমুদ্র অবিশ্বাস্যভাবে পরিবর্তনশীল, তাই কতক্ষণ এমন থাকবে বলা যাচ্ছে না। গত রাতেই সংবাদ আসে এমএসএফের চৌদ্দতম চিকিৎসক নিহত হয়েছে। এখন আমরা দেখব ফ্রান্স কী ব্যবস্থা নেয়। এ পর্যন্ত কেবল কথা শুনেছি; কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।’
তিনি আরও বলেন, ‘গতকাল সমুদ্র খুবই উত্তাল ছিল। আমি তখন একটু অসুস্থ হয়ে পড়ি, এখন ভালো আছি। আমরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মূল বহরের অংশ ছিলাম না; তা শুরু থেকেই পরিকল্পিত ছিল। এখন আমাদের বড় জাহাজসহ মোট নয়টি বোট বাকি আছে। অন্য বোটগুলো আমাদের থেকে সামান্য এগিয়ে আছে। তবে আমরা তাদের ছাড়িয়ে সামনে চলে যাব। সামনে থাকার ঝুঁকি আছে। কিন্তু এই ঝুঁকি নেওয়ার জন্য আমরা আগেই প্রস্তুত ছিলাম।’
তিনি জানান, তাদের জাহাজে মোট ৯৬ জন অ্যাকটিভিস্ট আছেন। তাদের মধ্যে ৮২ জন মিডিয়া ও চিকিৎসা পেশাজীবী এবং কিছু সংগঠকও রয়েছেন।
শহীদুল আরও বলেন, ‘আমরা মূলত কোনও মানবিক সহায়তা পৌঁছানোর জন্য যাচ্ছি না। আমাদের প্রধান লক্ষ্য ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা। আমরা সাংবাদিক ও চিকিৎসকদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে যাচ্ছি। আমরা বিশেষ করে মিডিয়ার ওপর এবং তথ্যের ওপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতে চাই। আমরা গাজার বাস্তব পরিস্থিতি পুরো বিশ্বের সামনে তুলে ধরতে চাই।
সবশেষে আলম বলেন, ‘এখন কথা বলার সময় নয়। কাজ করার সময়। বিশ্বনেতারা ব্যর্থ হলেও, আমরা সাধারণ মানুষ হিসেবে যা পারব তাই করব। আপনাদের স্নেহ ও উৎসাহই আমাদের শক্তি জোগায়। আমাদের জয় হবে। ফিলিস্তিনও মুক্ত হবে।’
ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে রওনা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মূল বহরের একটি বাদে সব নৌযান বৃহস্পতিবারের মধ্যেই আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এখনো ভেসে চলা নৌযানটির নাম ম্যারিনেট। পোল্যান্ডের পতাকাবাহী এ নৌযানটিতে ছয়জন আরোহী রয়েছেন।
৯ ঘণ্টা আগেএকটি বাদে ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে রওনা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব নৌযান আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী। এখনো ভেসে চলা নৌযানটির নাম ম্যারিনেট। পোল্যান্ডের পতাকাবাহী এ নৌযানটিতে ছয়জন আরোহী রয়েছেন।
১১ ঘণ্টা আগেইসরায়েলি নৌবাহিনী গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র প্রায় সব নৌযান আটক করেছে। এ বহরে ছিল ৪০টিরও বেশি বেসামরিক নৌযান। এগুলোতে গাজার জন্য মানবিক সহায়তা এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ অ্যাকটিভিস্ট ছিলেন।
১ দিন আগেইসরায়েলের নৌ-অবরোধ ভেঙে গাজার আঞ্চলিক জলসীমায় ঢুকে পড়েছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ বহরের জাহাজ ‘মিকেনো’। বৃহস্পতিবার সকালে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা লাইভ ট্র্যাকার’-এ তথ্য জানায়। তবে জাহাজটিকে ইতোমধ্যেই ইসরায়েলি বাহিনী আটক করেছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
১ দিন আগে