স্ট্রিম ডেস্ক

নয়া দিল্লির বাংলাদেশ দূতাবাস বলেছে, বাংলাদেশের ‘অভ্যন্তরীণ পরিস্থিতি’ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। তবে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ব্যাপারে জড়াবে না ভারত।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের মুখপাত্রের দেওয়া বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ পরিবর্তন হচ্ছে। এর জন্য পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। খবর আল জাজিরার।
এতে আরও বলা হয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে যে কোনো দেশে অপ্রত্যাশিত এবং দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়। জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডটি সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশের চলমান পরিস্থিতির সম্পর্কে ভারত ‘সতর্ক’ নজর রাখছে। তবে ভারত প্রতিবেশী দেশটির রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না।
এদিকে, ভারতের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ, দেশটি দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ আগের সরকারের সদস্যদের আশ্রয় দিয়েছে। সম্প্রতি জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখাপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে নিহত হন। অসমর্থিত সূত্রের বরাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে বলা হচ্ছে, হাদির হত্যাকারীও ভারতে আশ্রয় নিয়েছেন। এই নিয়ে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এরপর নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকার ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে। এর তিন দিন পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে ভারত। তারই ধারাবাহিকতায় গতকাল এই বিবৃতি দিল দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস।

নয়া দিল্লির বাংলাদেশ দূতাবাস বলেছে, বাংলাদেশের ‘অভ্যন্তরীণ পরিস্থিতি’ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। তবে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ব্যাপারে জড়াবে না ভারত।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের মুখপাত্রের দেওয়া বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ পরিবর্তন হচ্ছে। এর জন্য পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। খবর আল জাজিরার।
এতে আরও বলা হয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে যে কোনো দেশে অপ্রত্যাশিত এবং দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়। জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডটি সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশের চলমান পরিস্থিতির সম্পর্কে ভারত ‘সতর্ক’ নজর রাখছে। তবে ভারত প্রতিবেশী দেশটির রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না।
এদিকে, ভারতের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ, দেশটি দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ আগের সরকারের সদস্যদের আশ্রয় দিয়েছে। সম্প্রতি জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখাপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে নিহত হন। অসমর্থিত সূত্রের বরাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে বলা হচ্ছে, হাদির হত্যাকারীও ভারতে আশ্রয় নিয়েছেন। এই নিয়ে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এরপর নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকার ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে। এর তিন দিন পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে ভারত। তারই ধারাবাহিকতায় গতকাল এই বিবৃতি দিল দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলতি বছর যুক্তরাষ্ট্র প্রায় ২০ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছে। তবে তিনি বিভিন্ন সময়ে এই অঙ্ক ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করেছেন।
২০ ঘণ্টা আগে
ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ গোলাগুলির ঘটনার পর যুক্তরাষ্ট্র সরকার গ্রিন কার্ড লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে। গত সপ্তাহে ওই ঘটনায় দুজন নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল বাংলাদেশ। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রথমে বিক্ষোভ হয় ঢাকার শাহবাগ এলাকায়। পরে তা চট্টগ্রামসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি সতর্ক করেছেন, গাজায় ইসরায়েলের প্রতিদিনের যুদ্ধবিরতি লঙ্ঘন পুরো শান্তিচুক্তি প্রক্রিয়াকে বিপদের মুখে ফেলছে। তিনি দ্রুত চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এতে গাজায় চলমান ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে।
২ দিন আগে