.png)

স্ট্রিম ডেস্ক

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৮ জন নিহত হয়েছেন । শুক্রবার রাত ৯টা (জিএমটি) থেকে শনিবার পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটে।
ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার ও কুদস নিউজ নেটওয়ার্ক বিভিন্ন হাসপাতাল সূত্রে এসব মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য তারা ‘অবিলম্বে’ প্রস্তুত। গাজায় চলমান ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার দিনে ৫০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানায় সেখানকার সিভিল ডিফেন্স এজেন্সি।
হামাসের মিত্র ইসলামিক জিহাদও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করেছে। তবে তাদের দাবি, আলোচনার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন। ঠিক এমন সময়ে ফিলিস্তিনি দলগুলো আলোচনার মাধ্যমে এই ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের জন্য ৬০ দিনের যুদ্ধবিরতির একটি ‘চূড়ান্ত প্রস্তাব’ ঘোষণা করেছেন। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে এ বিষয়ে উত্তর পাওয়ার আশা করছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫৭ হাজার ২ শ ৬৮ জন নিহত এবং ১ লাখ ৩৫ হাজার ৬ শ ২৫ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২ শ বেশি মানুষকে অপহরণ করা হয়।
আল জাজিরার তথ্যমতে, প্রস্তাবিত যুদ্ধবিরতির অংশ হিসেবে, চুক্তিটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলের সব ধরনের সামরিক অভিযান বন্ধ হবে।
এই চুক্তিতে প্রতিদিন গাজার ওপর সামরিক ও নজরদারি ফ্লাইট ১০ ঘণ্টার জন্য স্থগিত রাখার কথা বলা হয়েছে। যদি ওই দিন বন্দী ও আটকদের আদান-প্রদান হয়, তাহলে এই বিরতি বাড়িয়ে ১২ ঘণ্টা করা হবে।
মধ্যস্থতাকারী ব্যক্তিদের তত্ত্বাবধানে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু হবে। এই আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে, ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে জিম্মিদের মুক্তি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, ভবিষ্যতের নিরাপত্তাব্যবস্থা এবং গাজার জন্য ‘পরবর্তী দিনের’ পরিকল্পনা।

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৮ জন নিহত হয়েছেন । শুক্রবার রাত ৯টা (জিএমটি) থেকে শনিবার পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটে।
ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার ও কুদস নিউজ নেটওয়ার্ক বিভিন্ন হাসপাতাল সূত্রে এসব মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য তারা ‘অবিলম্বে’ প্রস্তুত। গাজায় চলমান ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার দিনে ৫০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানায় সেখানকার সিভিল ডিফেন্স এজেন্সি।
হামাসের মিত্র ইসলামিক জিহাদও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করেছে। তবে তাদের দাবি, আলোচনার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন। ঠিক এমন সময়ে ফিলিস্তিনি দলগুলো আলোচনার মাধ্যমে এই ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের জন্য ৬০ দিনের যুদ্ধবিরতির একটি ‘চূড়ান্ত প্রস্তাব’ ঘোষণা করেছেন। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে এ বিষয়ে উত্তর পাওয়ার আশা করছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫৭ হাজার ২ শ ৬৮ জন নিহত এবং ১ লাখ ৩৫ হাজার ৬ শ ২৫ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২ শ বেশি মানুষকে অপহরণ করা হয়।
আল জাজিরার তথ্যমতে, প্রস্তাবিত যুদ্ধবিরতির অংশ হিসেবে, চুক্তিটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলের সব ধরনের সামরিক অভিযান বন্ধ হবে।
এই চুক্তিতে প্রতিদিন গাজার ওপর সামরিক ও নজরদারি ফ্লাইট ১০ ঘণ্টার জন্য স্থগিত রাখার কথা বলা হয়েছে। যদি ওই দিন বন্দী ও আটকদের আদান-প্রদান হয়, তাহলে এই বিরতি বাড়িয়ে ১২ ঘণ্টা করা হবে।
মধ্যস্থতাকারী ব্যক্তিদের তত্ত্বাবধানে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু হবে। এই আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে, ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে জিম্মিদের মুক্তি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, ভবিষ্যতের নিরাপত্তাব্যবস্থা এবং গাজার জন্য ‘পরবর্তী দিনের’ পরিকল্পনা।
.png)

কানাডা তার সাম্প্রতিক দশকগুলোর সবচেয়ে বড় অভিবাসন সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে। দেশটি আগামী বছর থেকে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ২৫–৩২ শতাংশ পর্যন্ত কমাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এইচ–১বি ভিসাধারী ও দক্ষ গবেষকদের জন্য বিশেষ ভিসা চালুর পরিকল্পনা করেছে সরকার।
১২ ঘণ্টা আগে
গাজা সিটির পাশের এক উঁচু বাঁধ থেকে তাকালে বোঝা যায়, যুদ্ধ এই শহরকে কীভাবে ধ্বংস করেছে। মানচিত্রের গাজার চিহ্ন এখন নেই। স্মৃতির শহরটি পরিণত হয়েছে ধূসর ধ্বংসস্তূপে, যা একদিক থেকে অন্যদিকে প্রসারিত। বেইত হানুন থেকে গাজা সিটি পর্যন্ত যতদূর চোখ যায়, শুধু ভাঙাচোরা ইট-পাথর।
১৮ ঘণ্টা আগে
নির্বাচনে জয়ের পর বুধবার নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তাঁর প্রশাসনের রূপরেখা প্রকাশ করেন। তিনি বলেন, আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই কাজ শুরু করবেন।
১৯ ঘণ্টা আগে
নিউইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে কমবয়সী ফার্স্ট লেডি হতে যাচ্ছেন ২৮ বছর বয়সী রামা দুয়াজি। মঙ্গলবার রাতে তাঁর স্বামী জোহরান মামদানি মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন।
১ দিন আগে