মহররমের চাঁদ ওঠামাত্রই শিয়া সম্প্রদায়ে শোকের ছায়া নেমে আসে। কালো পতাকা আর লাল-সবুজ নিশান উড়ে। রাস্তার মোড়ে মোড়ে টাঙানো হয় মজলিশের কালো ব্যানার। ইমামবাড়া আর শিয়া মসজিদে কালো জামা-কাপড় পরা মানুষের ভিড় দেখা যায়। মহররমকে সামনে রেখে চলে নানা প্রস্তুতি। চাঁদ দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে শিয়া সম্প্রদায়ের শোক পালনের প্রথা। তাজিয়া মিছিলের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। মিছিলসহ নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শোক পালন করে ‘আহলে বাইত’ ভক্তরা। ছবিগুলো ৪ জুলাই পুরান ঢাকার হোসনি দালান এলাকা থেকে তোলা।
আশরাফুল আলম
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।
৪ দিন আগেএনসিপির কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ তৈরি হয়েছিল রণক্ষেত্রে। শহরের প্রতিটি রাস্তায় রয়ে গেছে তার চিহ্ন। ভেঙে ফেলা তোরণ গেট, ব্যানার, ফেস্টুন, ইট পাটকেলসহ ধ্বংসস্তূপ পরিষ্কার করেছে গোপালগঞ্জ পৌর কর্তৃপক্ষ।
১৭ জুলাই ২০২৫গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত রাজনৈতিক সমাবেশে বুধবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। চারদিক থেকে গাড়ি আটকে রেখে তারা হামলা চালালে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১৬ জুলাই ২০২৫এমন সমস্যায় পড়েছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের টুটুল, নাহিদুল ইসলাম নয়ন, লিমনসহ প্রায় ২০/২৫ জন শিক্ষার্থী। তারা বলছে, সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও কোনো সমাধান দিতে পারছেন না। তাদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরাও।
১৫ জুলাই ২০২৫