leadT1ad

এক বিষয়ে পরীক্ষা দিয়ে ৩ বিষয়ে ফেল

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২: ২৬
এক বিষয়ে পরীক্ষা দিয়ে একাধিক বিষয়ে ফেল এসেছে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থীর। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে শুধু গণিত বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল নাজমুল ইসলাম। পরীক্ষার ফলাফলে গণিতসহ তিন বিষয়ে ফেল এসেছে তার। এক বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তিন বিষয়ে ফেল করায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সে।

তার মতো এমন সমস্যায় পড়েছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের টুটুল, নাহিদুল ইসলাম নয়ন, লিমনসহ প্রায় ২০/২৫ জন শিক্ষার্থী। তারা বলছে, সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও কোনো সমাধান দিতে পারছেন না। তাদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরাও।

নাজমুল জানায়, ২০২৪ সালে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণিত বিষয়ে ফেল করি। ২০২৫ সালে দ্বিতীয়বার ফরম ফিলাপ করে গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার পর এখন ফলাফলে গণিতের সঙ্গে সঙ্গে কৃষি ও ট্রেড-২ মিলে তিন বিষয়ে ফেল আসছে। প্রতিষ্ঠানের প্রধানকে অবগত করার পরও কোনো সমাধান হচ্ছে না।

টুটুল নামে আরেক শিক্ষার্থী বলেন, গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তার গণিত ও কৃষি বিষয়ে ফেল এসেছে। এখন নিরুপায়। এক বিষয়ে পরীক্ষা দিয়ে কীভাবে দুই বিষয়ে ফেল আসে, এমন প্রশ্নের উত্তর খুঁজছে সে ও তার অভিভাবকরা।

এমন সমস্যা নিয়ে অধ্যক্ষের কার্যালয় থেকে ফিরে যাচ্ছিলেন রহিদুল ইসলাম নামে এক অভিভাবক। তিনি জানান, অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাকদের ধৈর্য ধারণ করতে বলেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত