leadT1ad

ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম (পর্ব ৩)

আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে ১৫ বছর ধরে বাংলাদেশ প্রত্যক্ষ করেছে গুম, খুন, বিনাবিচারে হত্যাকাণ্ড, লুটপাট। এই স্বৈরাচারী সরকারের শাসনামলেই বাংলাদেশ দেখেছে পিলখানা হত্যাকাণ্ড, বিরোধী দলীয় নেতাদের গ্রেপ্তার, দমন-নিপীড়ন, বিশ্বজিৎ হত্যাকাণ্ড, সাগর-রুনী হত্যাকাণ্ড, শেয়ারবাজারে ধস, রানা প্লাজার ভবনধস, প্রহসনের নির্বাচন। নানা অপকর্মের ভেতর দিয়ে টিকে থাকার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ নির্বিচারে দেশের মানুষকে হত্যা করেছে। নিরস্ত্র জনসাধারণের ওপর ব্যবহার করেছে মারণাস্ত্র। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর শেখ হাসিনা সদলবলে ভারতে পালিয়ে যান। জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রোরেলের পিলারে ফুটিয়ে তোলা হয়েছে আওয়ামী দুঃশাসনের চিত্র। ছবিগুলো রোববার তোলা।

আশরাফুল আলম
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৯: ২৭
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৯: ২৯
ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম (পর্ব ৩)। ছবি: আশরাফুল আলম
ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম ২০২১
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়।
আওয়ামী লীগের শাসনামলে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়।
ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম ২০২২
আওয়ামী লীগের শাসনামলে রিজার্ভ সংকট দেখা দেয়।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঘন ঘন দেখা দেয় বিদুৎবিভ্রাট।
তেলের মূল্য বৃদ্ধি পেলে জ্বালানি সংকটের সৃষ্টি হয়।
ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম ২০২৩
বিরোধী দলের নেতাকর্মীদের ধরপাকড় অব্যাহত রাখে আওয়ামী লীগ সরকার।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দেওয়া বন্ধ করে। ছিল টালমাটাল অর্থনীতি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্য-প্রয়োজনীয় পণ্য চলে যায় সাধারণ মানুষের নাগালের বাইরে।
ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম ২০২৪
ভোটারবিহীন বিতর্কিত নির্বাচন করে ক্ষমতায় আসে শেখ হাসিনা সরকার।
শুরু হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। পালিয়ে যায় ফ্যাসিবাদী হাসিনা।
জুলাই ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
Ad 300x250

সম্পর্কিত