leadT1ad

একনেকে ৬ হাজার ৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৯: ১০
আজ আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনকক্ষে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে চলতি অর্থবছরের দ্বিতীয় একনেক সভা অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন প্রফেসর মুহাম্মদ ইউনূস। সভা শেষে সাংবাদিকদের কাছে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে পাঁচটি, সংশোধিত প্রকল্প দুটি এবং ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বৃদ্ধির তিনটি প্রকল্প। এছাড়া উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ (২য় পর্যায়, ১ম সংশোধিত) প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

একনেকে অনুমোদিত ১০ প্রকল্পের তালিকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, নিরাপত্তা, পানি সরবরাহ, টেলিযোগাযোগ ও ক্রীড়া খাতের মোট ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে।

কৃষি খাতে অনুমোদন পেয়েছে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় অনুমোদন পেয়েছে ‘বাপবিবো’র বিদ্যমান শিল্পসমৃদ্ধ এলাকার ৩৩/১১ কেভি আউটডোর উপকেন্দ্রের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প’। শিল্প মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত হয়েছে ‘বিএমআর অব কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড (২য় সংশোধিত) প্রকল্প’।

শিক্ষা খাতে অনুমোদন পেয়েছে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন প্রকল্প’। স্বাস্থ্য খাতে গৃহীত হয়েছে ‘সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প’। আবাসন খাতে অনুমোদিত হয়েছে ‘ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (জোন-সি) প্রকল্প’।

নিরাপত্তা খাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত হয়েছে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুটি বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প’। পানি সরবরাহ খাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় অনুমোদন পেয়েছে দুটি প্রকল্প—‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (৩য় সংশোধিত)’ এবং ‘বান্দরবান পৌরসভা ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন (১ম সংশোধিত)’।

এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে অনুমোদন পেয়েছে ‘চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প’। সর্বশেষ যুব ও ক্রীড়া খাতে অনুমোদন দেওয়া হয়েছে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ (২য় পর্যায়, ১ম সংশোধিত) প্রকল্প’।

একনেকে অবহিত ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিকল্পনা উপদেষ্টা ইতোমধ্যে অনুমোদিত আরও ৯টি প্রকল্প সম্পর্কে সদস্যদের অবহিত করেন। এর মধ্যে বিদ্যুৎ খাতে রয়েছে ‘হাতিয়া, নিঝুম ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ টেকসই বিদ্যুতায়ন (২য় সংশোধিত)’ এবং ‘রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্প।

স্থানীয় সরকার ও অবকাঠামো খাতে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আছে ‘বরগুনার দুটি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প’, ‘তিন পার্বত্য জেলায় দুর্যোগক্ষতিগ্রস্ত পল্লী সড়ক উন্নয়ন (২য় সংশোধিত)’ এবং ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)’।

এ ছাড়া অনুমোদিত হয়েছে ‘লাঙ্গলবন্দ মহাষ্টমী পূণ্যস্নান উৎসবের অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)’ প্রকল্প। কৃষি খাতে রয়েছে ‘তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত)’ উদ্যোগ।

পানি সম্পদ খাতে অনুমোদিত হয়েছে ‘কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়, ১ম সংশোধিত)’ প্রকল্প। আর শিক্ষা খাতে অনুমোদন পেয়েছে ‘বিদ্যালয়-বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতা ভিত্তিক সাক্ষরতা (২য় সংশোধিত)’ প্রকল্প।

Ad 300x250

সম্পর্কিত