leadT1ad

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, নিহত ৭০

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা
গাজায় ইসরায়েলি হামলা। ছবি: সংগৃহীত।

গাজায় ইসরায়েলি হামলায় শনিবারও অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমা হামলা বন্ধের আহ্বান জানানোর পরও এ হামলা চলতে থাকে। এর আগে হামাস জানিয়েছিল, তারা ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার কিছু অংশ মেনে নিতে রাজি।

শনিবারের বোমাবর্ষণ ও বিমান হামলায় নিহতদের মধ্যে অন্তত ৪৫ জন ছিলেন গাজা সিটিতে। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি সেনারা এখানে অভিযান চালাচ্ছে। দুর্ভিক্ষপীড়িত এ শহর থেকে প্রায় দশ লাখ মানুষ দক্ষিণের এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

চিকিৎসকরা জানান, গাজা সিটির তুফাহ এলাকায় এক আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ১৮ জন নিহত ও অনেকে আহত হয়েছেন। আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার সিভিল ডিফেন্স সংস্থা টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে। তাদের বয়স দুই মাস থেকে আট বছরের মধ্যে।

ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি বাস্তুচ্যুতদের ক্যাম্পেও হামলা চালায়। এতে দুই শিশু নিহত ও অন্তত আটজন আহত হন। উল্লেখ্য, আল-মাওয়াসিকে ইসরায়েল ‘নিরাপদ মানবিক অঞ্চল’ ঘোষণা করে ফিলিস্তিনি পরিবারগুলোকে সেখানে যেতে বলেছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকাতেই বারবার হামলা চালানো হয়েছে।

এ ছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরসহ অন্যান্য স্থানেও বিমান হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরার সাংবাদিক হিন্দ খৌদারি জানান, উত্তর গাজায় অবশিষ্ট কিছু হাসপাতাল জ্বালানির সংকটে ভুগছে। ফলে এত আহত রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, ‘মাঠের পরিস্থিতি দেখে মনে হয় না, কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর আছে।’

Ad 300x250

সম্পর্কিত