leadT1ad

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৭: ২১
অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। ছবি: নোবেল ডট ওআরজি

উদ্ভাবন কীভাবে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি চালনা করে, তা ব্যাখ্যা করে এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ। তাঁরা হলেন—জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

আজ সোমবার (১৩ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে। পুরস্কারের অর্ধেক দেওয়া হয়েছে অধ্যাপক মোকিরকে ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত শনাক্ত করার জন্য’। বাকি অর্ধেক যৌথভাবে অধ্যাপক আগিয়োঁ এবং অধ্যাপক হাউইট দেওয়া হয়েছে ‘সৃজনশীল বিনাশ’ প্রক্রিয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্বের জন্য।

অ্যাকাডেমির বিবৃতিতে বলা হয়, মানব ইতিহাসের বেশির ভাগ সময়জুড়ে অর্থনৈতিক স্থবিরতাই ছিল স্বাভাবিক চিত্র। কিন্তু গত দুই শতাব্দীতে বিশ্ব টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছে, যা কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছে এবং সমৃদ্ধির ভিত্তি স্থাপন করেছে। এই তিন অর্থনীতিবিদ ব্যাখ্যা করেছেন কীভাবে উদ্ভাবন অগ্রগতির প্রেরণা জোগায়।

অধ্যাপক জোয়েল মোকির ঐতিহাসিক তথ্য-উপাত্ত ব্যবহার করে দেখিয়েছেন, টেকসই প্রবৃদ্ধির জন্য শুধু কোনো কিছু কাজ করে—এটা জানাই যথেষ্ট নয়, বরং সেটি কেন কাজ করে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকাও জরুরি। তিনি নতুন ধারণা গ্রহণ এবং পরিবর্তনের সুযোগ দেওয়ার মতো সামাজিক পরিবেশের গুরুত্বের ওপরও জোর দিয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত